তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ রােববার ভোর ৪টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নবজাতক ছাড়াও নিহত অন্য দুজন হলেন নীলফামারীর সদর উপজেলার কুমড়ার মোড় এলাকার অ্যাম্বুলেন্সচালক আলামিন হোসেন (৩৫), ডোমার উপজেলার কাচুচুড়াডাঙ্গী গ্রামের রফিকুল ইসলাম (৪০)। এ ছাড়া আহত ছয়জন হলেন, নবজাতকের মা মোসলেমা বেগম (৩০), বাবা রশিদুল ইসলাম, দেলোয়ারা আক্তার (৩৩), মশিয়ার রহমান (৬০), ওলিমা বেগম (৬৫) ও আসাদুল ইসলাম (২৪)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকার রশিদুল ইসলামের স্ত্রী মোসলেমা বেগম তিন দিন আগে নীলফামারী সদরের একটি হাসপাতালে অস্ত্রোপচারে মাধ্যমে ছেলেসন্তান জন্ম দেন। আজ ভোরে সেই নবজাতক অসুস্থ হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সযোগে পাঠানো হয়। ভোর ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুরগামী ভাই ভাই ক্ল্যাসিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই নবজাতকসহ তিনজন মারা যায়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, ‘কয়েক দিন আগেও মহাসড়কের ওই স্থানে ৯ জন প্রাণ হারিয়েছেন। আজ দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও মিনিবাসটি পুলিশ ফাঁড়িতে এনে রেখেছি। এ পর্যন্ত নবজাতকসহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছে।’
এর আগে গত ৪ সেপ্টেম্বর (রোববার) মহাসড়কের ওই স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন মারা যায়, আহত হয় অর্ধশতাধিক।

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ রােববার ভোর ৪টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নবজাতক ছাড়াও নিহত অন্য দুজন হলেন নীলফামারীর সদর উপজেলার কুমড়ার মোড় এলাকার অ্যাম্বুলেন্সচালক আলামিন হোসেন (৩৫), ডোমার উপজেলার কাচুচুড়াডাঙ্গী গ্রামের রফিকুল ইসলাম (৪০)। এ ছাড়া আহত ছয়জন হলেন, নবজাতকের মা মোসলেমা বেগম (৩০), বাবা রশিদুল ইসলাম, দেলোয়ারা আক্তার (৩৩), মশিয়ার রহমান (৬০), ওলিমা বেগম (৬৫) ও আসাদুল ইসলাম (২৪)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকার রশিদুল ইসলামের স্ত্রী মোসলেমা বেগম তিন দিন আগে নীলফামারী সদরের একটি হাসপাতালে অস্ত্রোপচারে মাধ্যমে ছেলেসন্তান জন্ম দেন। আজ ভোরে সেই নবজাতক অসুস্থ হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সযোগে পাঠানো হয়। ভোর ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের ইকরচালী হাজীপাড়া খারুভাজ সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুরগামী ভাই ভাই ক্ল্যাসিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই নবজাতকসহ তিনজন মারা যায়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, ‘কয়েক দিন আগেও মহাসড়কের ওই স্থানে ৯ জন প্রাণ হারিয়েছেন। আজ দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স ও মিনিবাসটি পুলিশ ফাঁড়িতে এনে রেখেছি। এ পর্যন্ত নবজাতকসহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছে।’
এর আগে গত ৪ সেপ্টেম্বর (রোববার) মহাসড়কের ওই স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন মারা যায়, আহত হয় অর্ধশতাধিক।

পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
৩৭ মিনিট আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান (৬০)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহমেদ দেওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
১ ঘণ্টা আগে