পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আগামী সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে আর নিতে দেওয়া হবে না। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ভবিষ্যতে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে এই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাইপাস সড়কের পাশে আল কারীম মুজাহিদ কমপ্লেক্স ও মাদ্রাসা উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
এ সময় পাশের দেশ ভারতের কর্ণাটক, পশ্চিমবঙ্গ রাজ্যসভার নির্বাচনের প্রসঙ্গ টেনে ফয়জুল করীম বলেন, কেন্দ্রে বিজেপি সরকার, অথচ কর্ণাটকে কংগ্রেস ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জনতার ভোটে সরকার গঠন করে। ওখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাই নির্বাচন নিয়ে কোনো মহল প্রশ্ন তোলে না।
তুরস্কের নির্বাচনী ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে প্রথম পর্বে প্রয়োজনের তুলনায় কম ভোট পান। পরে আবার দ্বিতীয় ধাপে নির্বাচন হয়। এই হলো বিদেশের নির্বাচন। আর এই সরকারের সময়ে হওয়া নির্বাচন সুষ্ঠু হয় না।
পরে রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বাইপাস সড়কের পাশে স্থানীয় শীলের মাঠে ওয়াজ মাহফিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফয়জুল করীম বক্তব্য দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় সহসভাপতি আমিরুজ্জামান পিয়াল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমদ, রংপুর বিভাগীয় সহসাধারণ সম্পাদক হাফেজ মো. মুসা বিন হারুন, জেলা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি একাব্বর আলী প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আগামী সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে আর নিতে দেওয়া হবে না। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ভবিষ্যতে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে এই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাইপাস সড়কের পাশে আল কারীম মুজাহিদ কমপ্লেক্স ও মাদ্রাসা উদ্বোধন শেষে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
এ সময় পাশের দেশ ভারতের কর্ণাটক, পশ্চিমবঙ্গ রাজ্যসভার নির্বাচনের প্রসঙ্গ টেনে ফয়জুল করীম বলেন, কেন্দ্রে বিজেপি সরকার, অথচ কর্ণাটকে কংগ্রেস ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস জনতার ভোটে সরকার গঠন করে। ওখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাই নির্বাচন নিয়ে কোনো মহল প্রশ্ন তোলে না।
তুরস্কের নির্বাচনী ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে প্রথম পর্বে প্রয়োজনের তুলনায় কম ভোট পান। পরে আবার দ্বিতীয় ধাপে নির্বাচন হয়। এই হলো বিদেশের নির্বাচন। আর এই সরকারের সময়ে হওয়া নির্বাচন সুষ্ঠু হয় না।
পরে রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বাইপাস সড়কের পাশে স্থানীয় শীলের মাঠে ওয়াজ মাহফিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে ফয়জুল করীম বক্তব্য দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় সহসভাপতি আমিরুজ্জামান পিয়াল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমদ, রংপুর বিভাগীয় সহসাধারণ সম্পাদক হাফেজ মো. মুসা বিন হারুন, জেলা সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি একাব্বর আলী প্রমুখ।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৯ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে