বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষক–শিক্ষার্থীসহ ৮১ জনের নামে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পরে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, ‘ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য, হল দখলকারী, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। এ ব্যাপারে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে।’
শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গেজেট অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। এটা স্পষ্ট আছে। এত দিন ধরে কীভাবে হলো, কেন হলো তা অনুসন্ধান করা হবে। এখনো যদি কেউ রাজনৈতিক সংগঠনের সদস্য হয়ে থাকে, আমরা তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
মামলার বিষয়ে ড. শওকত আলী বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই–আগস্ট ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনের আলোকে এ হত্যাকাণ্ডে লোক প্রশাসন বিভাগের শিক্ষক আসাদ মণ্ডল ও গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, সাতজন কর্মকর্তা-কর্মচারী এবং ৭২ জন শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তাদের বিরুদ্ধে মামলা রুজু করা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা অতি শিগগিরই আদালতে মামলা রুজু করব। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রেজিস্ট্রারের মাধ্যমে মামলা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আশা করি, আবু সাঈদ হত্যা মামলায় আমরা ন্যায় বিচার পাব।’
গণ-অভ্যুত্থানের পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত থাকা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘যে সকল শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত তাদের ছুটি মঞ্জুর না করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। কর্মস্থলে ছুটি ছাড়া অনুপস্থিত থাকার জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন কর্তন ও সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে।’
অপরদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। জানতে চাইলে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে গণ স্বাক্ষর করেছিলাম। আজ রাজনীতি বন্ধ ঘোষণা করলেন উপাচার্য স্যার। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় পাওয়ায়। আমরা চাই, শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে যেন কখনো আর লেজুড়বৃত্তির রাজনীতি ফিরে না আসে।’
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জীম আক্তার বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক একটি বিষয় হয়ে থাকবে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি। ক্যাম্পাসের এই সন্ত্রাস রাজনীতি বন্ধ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দীর্ঘ দিনের আকাঙ্ক্ষা পূরণ হলো আজ। আমরা খুব খুশি।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে