খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় নিখোঁজের ২২ ঘণ্টা পর বেলান নদী থেকে আরেক দিনমজুর জয়ন্ত রায়ের (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
আজ রোববার দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুরে বাঘার মোড় এলাকায় বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে সাঁতরে পারাপারের সময় দুই দিনমজুর নিখোঁজ হন। এদিন সন্ধ্যায় খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রংপুরের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্কের (৩৫) লাশ উদ্ধার করে। বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক দক্ষিণ আগ্রা গ্রামের তরুণী রায়ের ছেলে ও জয়ন্ত রায় ওই এলাকার জীতেন্দ্রনাথ রায়ের ছেলে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর পানিতে ডুবে নিহত দুই দিনমজুর পরিবারকে দাহ কাজের জন্য পরিবারপ্রতি ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।
স্থানীয়রা জানান, কৃষিশ্রমিক হিসেবে প্রায় দিনেই বেলান নদীর এই স্থান দিয়ে সাঁতরে নদী পারাপার হয়ে কাজ করেন অনেকে। এদিন দুপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন এ দুই দিনমজুর।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, ডুবুরি দলের সহায়তায় শনিবার সন্ধ্যায় বঙ্ক রায় ও আজ দুপুরে জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে সকলের সচেতনতা জরুরি।
ভাবকী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া বঙ্ক রায়ের দাহকাজ সম্পন্ন হয়েছে এবং আজ দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের মরদেহ দাহকাজের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুরের খানসামায় নিখোঁজের ২২ ঘণ্টা পর বেলান নদী থেকে আরেক দিনমজুর জয়ন্ত রায়ের (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
আজ রোববার দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার দুপুরে বাঘার মোড় এলাকায় বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে সাঁতরে পারাপারের সময় দুই দিনমজুর নিখোঁজ হন। এদিন সন্ধ্যায় খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রংপুরের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্কের (৩৫) লাশ উদ্ধার করে। বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক দক্ষিণ আগ্রা গ্রামের তরুণী রায়ের ছেলে ও জয়ন্ত রায় ওই এলাকার জীতেন্দ্রনাথ রায়ের ছেলে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর পানিতে ডুবে নিহত দুই দিনমজুর পরিবারকে দাহ কাজের জন্য পরিবারপ্রতি ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।
স্থানীয়রা জানান, কৃষিশ্রমিক হিসেবে প্রায় দিনেই বেলান নদীর এই স্থান দিয়ে সাঁতরে নদী পারাপার হয়ে কাজ করেন অনেকে। এদিন দুপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন এ দুই দিনমজুর।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, ডুবুরি দলের সহায়তায় শনিবার সন্ধ্যায় বঙ্ক রায় ও আজ দুপুরে জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে সকলের সচেতনতা জরুরি।
ভাবকী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া বঙ্ক রায়ের দাহকাজ সম্পন্ন হয়েছে এবং আজ দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের মরদেহ দাহকাজের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৪ ঘণ্টা আগে