খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে বেলান নদী সাঁতরে পারাপারের সময় পানিতে ডুবে দুই দিনমজুর নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
আজ শনিবার দুপুরে উপজেলার ৫ নম্বর ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড়ে বেলান নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি হলেন—ভাবকী ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৫)। মারা যাওয়া ব্যক্তির নাম বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫)। তিনি একই এলাকার তরুণী রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দিনমজুরি করতে আজ শনিবারও কাজে গিয়েছিলেন বঙ্ক ও জয়ন্ত। কাজের শেষে ফেরার পথে দুজনে রাবারড্যাম পার হচ্ছিলেন। একপর্যায়ে পা পিছলে বেলান নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান। এদিন সন্ধ্যা ৭টার দিকে বঙ্কের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘ডুবুরি টিমের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের মরদেহ উদ্ধারে জন্য আমরা যৌথভাবে উদ্ধার কাজ করছি।’
ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া মরদেহ দাহকার্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, রাতে উদ্ধার কাজে সমস্যা হওয়ায় আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় ডুবুরি দল নিখোঁজ অপরজনকে উদ্ধারে চেষ্টা করবে।

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে বেলান নদী সাঁতরে পারাপারের সময় পানিতে ডুবে দুই দিনমজুর নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে একজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
আজ শনিবার দুপুরে উপজেলার ৫ নম্বর ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড়ে বেলান নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি হলেন—ভাবকী ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৫)। মারা যাওয়া ব্যক্তির নাম বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫)। তিনি একই এলাকার তরুণী রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দিনমজুরি করতে আজ শনিবারও কাজে গিয়েছিলেন বঙ্ক ও জয়ন্ত। কাজের শেষে ফেরার পথে দুজনে রাবারড্যাম পার হচ্ছিলেন। একপর্যায়ে পা পিছলে বেলান নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান। এদিন সন্ধ্যা ৭টার দিকে বঙ্কের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘ডুবুরি টিমের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের মরদেহ উদ্ধারে জন্য আমরা যৌথভাবে উদ্ধার কাজ করছি।’
ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া মরদেহ দাহকার্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, রাতে উদ্ধার কাজে সমস্যা হওয়ায় আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় ডুবুরি দল নিখোঁজ অপরজনকে উদ্ধারে চেষ্টা করবে।

ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১০ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
১৩ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
১৬ মিনিট আগে