ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালিকার বিয়েতে এসে বিকাশ চন্দ্র সরকার (৪২) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার পুন্ডীবাড়ী থানার দক্ষিণ খাপাইটারী গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ভারতীয়ের মরদেহ তাঁর শ্বশুরবাড়িতে রাখা হয়েছে। কোন প্রক্রিয়ায় মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হবে তা জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চাওয়া হয়েছে। সিদ্ধান্ত পেলে লাশ হস্তান্তর করা হবে।’
জানা যায়, সোমবার রাতে গায়েহলুদের সময় বুকে ব্যথা হলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত ৩টার দিকে মরদেহ শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়।
বিকাশের চাচাশ্বশুর ক্ষিতিশ চন্দ্র রায় ও প্রতিবেশী কিশোরী চন্দ্র রায় বলেন, ‘শ্যালিকার বিয়ের ১৭ দিন আগে বিকাশ চন্দ্র সরকার, তাঁর স্ত্রী শেফালী রানী রায় (৩৬) ও তিন বছর বয়সী ছেলে বিবেক চন্দ্র সরকার দেশে আসেন। তিনি সুস্থ ও সবল ছিলেন। বিয়ের অনুষ্ঠানে এসে হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যাবেন এটা মানতে কষ্ট হচ্ছে।’
তাঁরা বলেন, ‘যেহেতু আগে থেকে বিয়ের দিন-তারিখ স্থির হয়েছে। কনের ও বরের বাড়ির সব আত্মীয়-স্বজনরা এসেছেন। তাঁদের সম্মতিতে ওই রাতে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।’
বিকাশের স্ত্রী শেফালী রানী (৩৫) বলেন, ‘একমাত্র বোনের বিয়েতে এসে ভালো মানুষটাকে (স্বামী) হারাব ভাবতে পারিনি। তিন বছরের দুধের শিশুটাকে কীভাবে মানুষ করব ভগবানই জানেন।’
বিকাশের শ্বশুর কৃষ্ণ চন্দ্র রায় বলেন, ‘আমার দুই সন্তান। শেফালী বড়। তাঁকে ১০ বছর বয়সে ভারতের কোচবিহার জেলার পুন্ডীবাড়ি নানার বাড়ির কাছে বিয়ে দিই। ছোট মেয়ের বিয়ে ঠিক হওয়ায় আমি মেয়ে ও জামাইকে বিয়ের তিন সপ্তাহ আগেই আসতে বলি। আমার কথামতোই মেয়ে-জামাই মেয়ের বিয়ের ১৭ দিন আগে পাসপোর্ট ভিসা করে বাংলাদেশে আসেন। আমার মেয়েটা কম বয়সে বিধবা হয়ে গেল।’
ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে ওই ব্যক্তির মৃত্যু ঘটে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বৈধ পথে বাংলাদেশে আসা ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। পাশাপাশি ফুলবাড়ী সীমান্তের ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বিজিবির সদস্যদের মাধ্যমে ভারতীয় বিএসএফকে জানানো হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালিকার বিয়েতে এসে বিকাশ চন্দ্র সরকার (৪২) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার পুন্ডীবাড়ী থানার দক্ষিণ খাপাইটারী গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ভারতীয়ের মরদেহ তাঁর শ্বশুরবাড়িতে রাখা হয়েছে। কোন প্রক্রিয়ায় মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হবে তা জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত চাওয়া হয়েছে। সিদ্ধান্ত পেলে লাশ হস্তান্তর করা হবে।’
জানা যায়, সোমবার রাতে গায়েহলুদের সময় বুকে ব্যথা হলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত ৩টার দিকে মরদেহ শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়।
বিকাশের চাচাশ্বশুর ক্ষিতিশ চন্দ্র রায় ও প্রতিবেশী কিশোরী চন্দ্র রায় বলেন, ‘শ্যালিকার বিয়ের ১৭ দিন আগে বিকাশ চন্দ্র সরকার, তাঁর স্ত্রী শেফালী রানী রায় (৩৬) ও তিন বছর বয়সী ছেলে বিবেক চন্দ্র সরকার দেশে আসেন। তিনি সুস্থ ও সবল ছিলেন। বিয়ের অনুষ্ঠানে এসে হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যাবেন এটা মানতে কষ্ট হচ্ছে।’
তাঁরা বলেন, ‘যেহেতু আগে থেকে বিয়ের দিন-তারিখ স্থির হয়েছে। কনের ও বরের বাড়ির সব আত্মীয়-স্বজনরা এসেছেন। তাঁদের সম্মতিতে ওই রাতে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।’
বিকাশের স্ত্রী শেফালী রানী (৩৫) বলেন, ‘একমাত্র বোনের বিয়েতে এসে ভালো মানুষটাকে (স্বামী) হারাব ভাবতে পারিনি। তিন বছরের দুধের শিশুটাকে কীভাবে মানুষ করব ভগবানই জানেন।’
বিকাশের শ্বশুর কৃষ্ণ চন্দ্র রায় বলেন, ‘আমার দুই সন্তান। শেফালী বড়। তাঁকে ১০ বছর বয়সে ভারতের কোচবিহার জেলার পুন্ডীবাড়ি নানার বাড়ির কাছে বিয়ে দিই। ছোট মেয়ের বিয়ে ঠিক হওয়ায় আমি মেয়ে ও জামাইকে বিয়ের তিন সপ্তাহ আগেই আসতে বলি। আমার কথামতোই মেয়ে-জামাই মেয়ের বিয়ের ১৭ দিন আগে পাসপোর্ট ভিসা করে বাংলাদেশে আসেন। আমার মেয়েটা কম বয়সে বিধবা হয়ে গেল।’
ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে ওই ব্যক্তির মৃত্যু ঘটে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বৈধ পথে বাংলাদেশে আসা ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। পাশাপাশি ফুলবাড়ী সীমান্তের ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বিজিবির সদস্যদের মাধ্যমে ভারতীয় বিএসএফকে জানানো হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে