বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে মেহেদী হাসান নামের এক উপপরিদর্শকসহ (এসআই) চারজন ডাকাতের কবলে পড়ে মারধরের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে এসআইসহ দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বদরগঞ্জ মহিলা কলেজ-লালদীঘি সড়কের কদমতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এসআই মেহেদী হাসান রংপুর পুলিশ লাইনসে কর্মরত। তাঁর স্ত্রী বদরগঞ্জ থানার এসআই হিসেবে রয়েছেন। এসআই মেহেদী হাসান সাধারণ পোশাকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে একা বদরগঞ্জে আসছিলেন। এ সময় ডাকাতেরা সড়কে গাছ ফেলে তাঁকে আটকে সঙ্গে থাকা মোবাইল ফোনসহ টাকা লুটে নেয়। এ সময় হাত-পা বেঁধে তাঁকে বেধড়ক পেটানো হয়। তাতে তাঁর মাথা ও কপাল ফেটে যায়।
বদরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলামের নেতৃত্বে পুলিশের টহল টিম তখন ওই সড়ক দিয়ে অটোরিকশায় করে যাচ্ছিল। খাদেমুল আজকের পত্রিকাকে বলেন, ‘টহলের সময় রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা দেখতে পাই। কিছু দূরে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখি। ঘটনা আঁচ করতে পেরে বাঁশি দিয়ে ফুঁ দিই। কিছু দূরে গোঙানির শব্দ শুনে এগিয়ে যাই। দেখি এসআই মেহেদী হাসানকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিছু দূরে দেখি, আরও তিনজন পথচারীকে বেঁধে রাখা হয়েছে।’
খাদেমুল ইসলাম আরও বলেন, ‘এসআই মেহেদী ও পথচারী শরিফুলের শরীর থেকে রক্ত ঝরছিল। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডাকাতেরা আটক করার সময় মেহেদী নিজেকে পুলিশ বলে পরিচয় দেন। তার পরও ডাকাতেরা রশি দিয়ে বেঁধে তাঁকে বেধড়ক মারধর করেছে। ডাকাতের কবলে পড়া অপর দুজন হচ্ছেন বদরগঞ্জ পৌরসভার থানাপাড়া গ্রামের অরূপ রায় (২৫) ও বালুয়াভাটা গ্রামের মিজানুর রহমান (৩২)। ডাকাতেরা তাঁদের কাছ থেকেও টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে।’
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, মারধরে এসআই মেহেদী হাসানের কপাল ও মাথা ফেটে যাওয়ায় আটটি সেলাই দেওয়া হয়েছে। তাঁর মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে। একইভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও পেটানোর কারণে মাথায় ও পায়ে একাধিক সেলাই দেওয়া হয়েছে পথচারী শরিফুল ইসলামকে। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা এখনো আশঙ্কামুক্ত নন।’
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

রংপুরের বদরগঞ্জে মেহেদী হাসান নামের এক উপপরিদর্শকসহ (এসআই) চারজন ডাকাতের কবলে পড়ে মারধরের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে এসআইসহ দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বদরগঞ্জ মহিলা কলেজ-লালদীঘি সড়কের কদমতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এসআই মেহেদী হাসান রংপুর পুলিশ লাইনসে কর্মরত। তাঁর স্ত্রী বদরগঞ্জ থানার এসআই হিসেবে রয়েছেন। এসআই মেহেদী হাসান সাধারণ পোশাকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে একা বদরগঞ্জে আসছিলেন। এ সময় ডাকাতেরা সড়কে গাছ ফেলে তাঁকে আটকে সঙ্গে থাকা মোবাইল ফোনসহ টাকা লুটে নেয়। এ সময় হাত-পা বেঁধে তাঁকে বেধড়ক পেটানো হয়। তাতে তাঁর মাথা ও কপাল ফেটে যায়।
বদরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলামের নেতৃত্বে পুলিশের টহল টিম তখন ওই সড়ক দিয়ে অটোরিকশায় করে যাচ্ছিল। খাদেমুল আজকের পত্রিকাকে বলেন, ‘টহলের সময় রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা দেখতে পাই। কিছু দূরে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখি। ঘটনা আঁচ করতে পেরে বাঁশি দিয়ে ফুঁ দিই। কিছু দূরে গোঙানির শব্দ শুনে এগিয়ে যাই। দেখি এসআই মেহেদী হাসানকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিছু দূরে দেখি, আরও তিনজন পথচারীকে বেঁধে রাখা হয়েছে।’
খাদেমুল ইসলাম আরও বলেন, ‘এসআই মেহেদী ও পথচারী শরিফুলের শরীর থেকে রক্ত ঝরছিল। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডাকাতেরা আটক করার সময় মেহেদী নিজেকে পুলিশ বলে পরিচয় দেন। তার পরও ডাকাতেরা রশি দিয়ে বেঁধে তাঁকে বেধড়ক মারধর করেছে। ডাকাতের কবলে পড়া অপর দুজন হচ্ছেন বদরগঞ্জ পৌরসভার থানাপাড়া গ্রামের অরূপ রায় (২৫) ও বালুয়াভাটা গ্রামের মিজানুর রহমান (৩২)। ডাকাতেরা তাঁদের কাছ থেকেও টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে।’
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, মারধরে এসআই মেহেদী হাসানের কপাল ও মাথা ফেটে যাওয়ায় আটটি সেলাই দেওয়া হয়েছে। তাঁর মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে। একইভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও পেটানোর কারণে মাথায় ও পায়ে একাধিক সেলাই দেওয়া হয়েছে পথচারী শরিফুল ইসলামকে। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা এখনো আশঙ্কামুক্ত নন।’
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১৪ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে