Ajker Patrika

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৪৩
আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। ছবি: সংগৃহীত
আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে আব্দুল্লাহ আল মামুন মণ্ডল নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে স্থানীয় জামদানী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর মরদেহ নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিলেন। তিনি খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ধাপেরহাট নায়বিয়া দরবার শরিফের দোকানিদের সঙ্গে মামুনের বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল রাতে রুহুল আমিন নামে এক ব্যবসায়ীকে মারধর করেন মামুন।

আজ বৃহস্পতিবার বিকেলে জামদানী ঘাট এলাকায় মামুনের ওপর অতর্কিত হামলা চালায় ১০-১৫ জনের সশস্ত্র দুর্বৃত্ত। তারা মামুনকে পিটিয়ে-কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পরে সন্ধ্যার দিকে মরদেহ নিয়ে ধাপেরহাট বাজার এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন স্বজন-এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের অনুরোধে রাস্তা ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

সাদুল্লাহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিক্ষোভকারীদের শান্ত করে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছি। এ ছাড়া কারা কেন মামুনকে হত্যা করল বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত