চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে ২৭ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভারী পরিবহন চলাচল বিঘ্নিত হচ্ছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার কুটিরচর এলাকায় সড়কের একটি পুরোনো বক্স কালভার্ট ঝুঁকিপূর্ণ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এদিকে অনেক দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এভাবে ফেরি চলাচল বন্ধ থাকলে নদের খনন করা চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
বিআইডব্লিউটিএ ও স্থানীয় লোকজন জানান, কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে দীর্ঘদিন ধরে নিয়মিত দুটি ফেরিতে পণ্যবাহী যানসহ বিভিন্ন পরিবহন পারাপার করে আসছে বিআইডব্লিউটিএ। বর্তমানে ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। নিয়মিত চ্যানেল খনন করে বিআইডব্লিউটিএ ফেরিতে বিভিন্ন যান পারাপার করে আসছিল। ফলে অল্প সময়ে উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহনের যাতায়াত করতে পারত। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করে।
বর্তমানে রৌমারী ঘাট থেকে দুই কিলোমিটার দূরে কুটিরচর এলাকায় একটি পুরোনো বক্স কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেখানে কালভার্টটির ওপরের ছাদ দেবে যাওয়ায় মোটা কাঠ ফেলে হালকা পরিবহন ও মানুষ পারাপার হচ্ছেন। ফলে ঝুঁকিপূর্ণ কালভার্টটির কারণে গত ১৩ জানুয়ারি থেকে চিলমারী-রৌমারী ঘাটে ফেরি পারাপার বন্ধ রাখে বলে জানায় বিআইডব্লিউটিএ।
২৭ দিনেও কালভার্টের কাজ শুরু বা বিকল্প সড়কের ব্যবস্থা না করায় ফেরি চলাচল বন্ধের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের গাফিলতিকে দায়ী করছেন এলাকার লোকজন। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলে নদের খনন করা চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে বলে তাঁদের ধারণা।
চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের নৌ-বন্দর ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কে পণ্যবাহী কোনো পরিবহনকে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় ছিল না।
স্থানীয় বাসিন্দা মো. মাঈদুল ইসলাম, রাকিব মিয়া ও সুজন মিয়া বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকায় কোনো পরিবহন আসছে না। এই অঞ্চলের ভারী যান চলাচল বিঘ্নিত হচ্ছে।’
ফেরি কুঞ্জলতার মাস্টার অফিসার রেজাউল করিম বলেন, ‘কর্তৃপক্ষ ব্রিজের কাজ শুরু না করায় আমরা সমস্যার মধ্যে আছি। ব্রিজটির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ফেরি বন্ধ থাকবে।’
এ বিষয়ে রৌমারী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মো. মামুনুর রহমান বলেন, ‘কালভার্টটির ডাইভারশন রোডের অনুমোদন হয়ে এলে কাজ শুরু করা হবে।’

ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে ২৭ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভারী পরিবহন চলাচল বিঘ্নিত হচ্ছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার কুটিরচর এলাকায় সড়কের একটি পুরোনো বক্স কালভার্ট ঝুঁকিপূর্ণ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এদিকে অনেক দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এভাবে ফেরি চলাচল বন্ধ থাকলে নদের খনন করা চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
বিআইডব্লিউটিএ ও স্থানীয় লোকজন জানান, কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে দীর্ঘদিন ধরে নিয়মিত দুটি ফেরিতে পণ্যবাহী যানসহ বিভিন্ন পরিবহন পারাপার করে আসছে বিআইডব্লিউটিএ। বর্তমানে ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। নিয়মিত চ্যানেল খনন করে বিআইডব্লিউটিএ ফেরিতে বিভিন্ন যান পারাপার করে আসছিল। ফলে অল্প সময়ে উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহনের যাতায়াত করতে পারত। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করে।
বর্তমানে রৌমারী ঘাট থেকে দুই কিলোমিটার দূরে কুটিরচর এলাকায় একটি পুরোনো বক্স কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেখানে কালভার্টটির ওপরের ছাদ দেবে যাওয়ায় মোটা কাঠ ফেলে হালকা পরিবহন ও মানুষ পারাপার হচ্ছেন। ফলে ঝুঁকিপূর্ণ কালভার্টটির কারণে গত ১৩ জানুয়ারি থেকে চিলমারী-রৌমারী ঘাটে ফেরি পারাপার বন্ধ রাখে বলে জানায় বিআইডব্লিউটিএ।
২৭ দিনেও কালভার্টের কাজ শুরু বা বিকল্প সড়কের ব্যবস্থা না করায় ফেরি চলাচল বন্ধের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের গাফিলতিকে দায়ী করছেন এলাকার লোকজন। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলে নদের খনন করা চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে বলে তাঁদের ধারণা।
চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের নৌ-বন্দর ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কে পণ্যবাহী কোনো পরিবহনকে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় ছিল না।
স্থানীয় বাসিন্দা মো. মাঈদুল ইসলাম, রাকিব মিয়া ও সুজন মিয়া বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকায় কোনো পরিবহন আসছে না। এই অঞ্চলের ভারী যান চলাচল বিঘ্নিত হচ্ছে।’
ফেরি কুঞ্জলতার মাস্টার অফিসার রেজাউল করিম বলেন, ‘কর্তৃপক্ষ ব্রিজের কাজ শুরু না করায় আমরা সমস্যার মধ্যে আছি। ব্রিজটির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ফেরি বন্ধ থাকবে।’
এ বিষয়ে রৌমারী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মো. মামুনুর রহমান বলেন, ‘কালভার্টটির ডাইভারশন রোডের অনুমোদন হয়ে এলে কাজ শুরু করা হবে।’

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৭ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে