রংপুর প্রতিনিধি

পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর প্রধান মহানগর আদালত-৩-এ তাঁকে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেবী রানী চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসসংলগ্ন নুরুজ্জামান আহমেদের ভাগনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার সকালে মহানগর কোতোয়ালি থানা থেকে প্রধান মহানগর আদালত-৩-এ তোলা হয়। এ সময় মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, ‘উনি (নুরুজ্জামান) স্বেচ্ছায় বলেছেন, উনার প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। আমরা আমাদের বক্তব্য দিয়ে জামিন চেয়েছি। তিনি উপজেলা চেয়ারম্যান থেকে মন্ত্রী পর্যন্ত ছিল। তিনি বর্তমানে অসুস্থ। আদালত জামিন নাকচ করে জেলহাজতে পাঠিয়েছেন। উচ্চ আদালতে যাবে কি না, তা ওনার পরিবার নিশ্চিত করবে।’
পুলিশ জানায়, গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় তাঁর বাবা আব্দুল মজিদ এ মামলা করেন। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
এদিকে লালমনিরহাট জেলায়ও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। নুরুজ্জামান লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।

পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর প্রধান মহানগর আদালত-৩-এ তাঁকে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেবী রানী চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসসংলগ্ন নুরুজ্জামান আহমেদের ভাগনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার সকালে মহানগর কোতোয়ালি থানা থেকে প্রধান মহানগর আদালত-৩-এ তোলা হয়। এ সময় মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, ‘উনি (নুরুজ্জামান) স্বেচ্ছায় বলেছেন, উনার প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। আমরা আমাদের বক্তব্য দিয়ে জামিন চেয়েছি। তিনি উপজেলা চেয়ারম্যান থেকে মন্ত্রী পর্যন্ত ছিল। তিনি বর্তমানে অসুস্থ। আদালত জামিন নাকচ করে জেলহাজতে পাঠিয়েছেন। উচ্চ আদালতে যাবে কি না, তা ওনার পরিবার নিশ্চিত করবে।’
পুলিশ জানায়, গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় তাঁর বাবা আব্দুল মজিদ এ মামলা করেন। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
এদিকে লালমনিরহাট জেলায়ও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। নুরুজ্জামান লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৭ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩০ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৩ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে