Ajker Patrika

রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী নুরুজ্জামান

রংপুর প্রতিনিধি
রিমান্ড শেষে ফের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: আজকের পত্রিকা
রিমান্ড শেষে ফের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: আজকের পত্রিকা

পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর প্রধান মহানগর আদালত-৩-এ তাঁকে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক দেবী রানী চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসসংলগ্ন নুরুজ্জামান আহমেদের ভাগনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার সকালে মহানগর কোতোয়ালি থানা থেকে প্রধান মহানগর আদালত-৩-এ তোলা হয়। এ সময় মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, ‘উনি (নুরুজ্জামান) স্বেচ্ছায় বলেছেন, উনার প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। আমরা আমাদের বক্তব্য দিয়ে জামিন চেয়েছি। তিনি উপজেলা চেয়ারম্যান থেকে মন্ত্রী পর্যন্ত ছিল। তিনি বর্তমানে অসুস্থ। আদালত জামিন নাকচ করে জেলহাজতে পাঠিয়েছেন। উচ্চ আদালতে যাবে কি না, তা ওনার পরিবার নিশ্চিত করবে।’

পুলিশ জানায়, গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তাঁর ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় তাঁর বাবা আব্দুল মজিদ এ মামলা করেন। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে লালমনিরহাট জেলায়ও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পটপরিবর্তনের পর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। নুরুজ্জামান লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত