নির্বাচনী প্রচারসভায় ভোট চুরির কথা বলে আলোচনায় এসেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খোকন। এই নেতা এবার জানিয়ে দিলেন, কীভাবে ভোট চুরি হয়। তিনি বলেছেন, প্রিসাইডিং কর্মকর্তার মাধ্যমে জোহরের নামাজের বিরতির সময় সিল মেরে ব্যালট ঢোকানো হয় বাক্সে।
কামরুল হাসান গত বুধবার সদর উপজেলার বেগুনবাড়ী, ভুল্লীসহ কয়েকটি এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য দেন। ভুল্লী এলাকায় সভায় তিনি এই ভোট চুরির কায়দা নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘নির্বাচনগুলোয় জাল-জালিয়াতি হতো, সেটার একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে, শুধু যে ছাপ্পা ভোট দিচ্ছে, তা না। খেলাটা চলছে প্রিসাইডিং অফিসারের দ্বারা। প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার তালিকায় থাকা নামগুলো আমাদের নেতারা সিলেকশন করে দিতেন। পরে তাঁদের মনোনীত প্রার্থীর হয়ে প্রিসাইডিং অফিসারদের কাছে ২০০ পাতার একটি করে বই (ব্যালট পেপারে) দিয়ে দিতেন। এরপর জোহরের নামাজের বিরতির সময় সিল মেরে এই বইয়ের পাতাগুলো ব্যালটে ঢোকানো হতো। এভাবে যদি ২০০ ব্যালট ঢোকানো হয়, তাহলে ১৮৫টি কেন্দ্রে ৩৬ হাজার ভোট একটি প্রার্থীর পক্ষে এমনিতে বেড়ে যায়। অবশেষে প্রার্থী নির্বাচনে জিতে যায়।’
কামরুল হাসানের এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু কমিটিতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন তিনি।
এরপর ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও শহরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এবার সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন তিনি।
কামরুল হাসানসহ চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন সদর উপজেলায়। অন্যরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুনাংশু দত্ত, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহসভাপতি রওশনুল হক। নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। কামরুল হাসান বুধবার সন্ধ্যায় ভুল্লীতে নির্বাচনী সভায় বলেন, ‘আমাদের নেতাগুলো আগে খেত বিড়ি; এখন গোল্ড লিফ, বেনসন খাচ্ছে। যার মিল-চাতাল ছিল না, তার এখন মিল-চাতাল হয়েছে। ও আবার ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনছে। আবার ঢাকায় যাদের বাড়ি হয়েছে, তারা আবার দেশের বাইরে গিয়ে বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনতেছে।...এত টাকা আমাদের কীভাবে হলো। কিসের আয় আমাদের?’
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে নির্বাচনী সভায় এমন বক্তব্য কোনোভাবেই আশা করা যায় না। এ বিষয়ে তাঁকে সতর্ক করা হবে।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে