কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকাবাসী। গতকাল সোমবার এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী গত ২৭ মার্চ সকালে প্রত্যয়নপত্র নিতে বিদ্যালয়ে যায়। এ সময় প্রধান শিক্ষক হাফিজুর রহমান ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক তাঁকে গালিগালাজ করে তাড়িয়ে দেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক প্রভাবশালী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির চাচাতো ভাই হওয়ায় ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে সমঝোতা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এলাকাবাসী ও অভিভাবকেরা এ ঘটনার প্রতিবাদে তাদের মেয়ে শিশুদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি চক্রান্তের শিকার।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার বলেন, ‘দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তদন্তে মঙ্গলবার ছাত্রীর বক্তব্য শোনা হয়েছে। প্রধান শিক্ষকের বক্তব্য শুনে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘ছাত্রীর শ্লীলতাহানির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে