ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকাবাসী। গতকাল সোমবার এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী গত ২৭ মার্চ সকালে প্রত্যয়নপত্র নিতে বিদ্যালয়ে যায়। এ সময় প্রধান শিক্ষক হাফিজুর রহমান ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক তাঁকে গালিগালাজ করে তাড়িয়ে দেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক প্রভাবশালী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির চাচাতো ভাই হওয়ায় ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে সমঝোতা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এলাকাবাসী ও অভিভাবকেরা এ ঘটনার প্রতিবাদে তাদের মেয়ে শিশুদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি চক্রান্তের শিকার।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার বলেন, ‘দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তদন্তে মঙ্গলবার ছাত্রীর বক্তব্য শোনা হয়েছে। প্রধান শিক্ষকের বক্তব্য শুনে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘ছাত্রীর শ্লীলতাহানির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকাবাসী। গতকাল সোমবার এলাকাবাসী অভিযুক্ত প্রধান শিক্ষক রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী গত ২৭ মার্চ সকালে প্রত্যয়নপত্র নিতে বিদ্যালয়ে যায়। এ সময় প্রধান শিক্ষক হাফিজুর রহমান ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। ছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক তাঁকে গালিগালাজ করে তাড়িয়ে দেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক প্রভাবশালী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির চাচাতো ভাই হওয়ায় ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে সমঝোতা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। এলাকাবাসী ও অভিভাবকেরা এ ঘটনার প্রতিবাদে তাদের মেয়ে শিশুদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে গতকাল সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি চক্রান্তের শিকার।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার বলেন, ‘দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তদন্তে মঙ্গলবার ছাত্রীর বক্তব্য শোনা হয়েছে। প্রধান শিক্ষকের বক্তব্য শুনে দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘ছাত্রীর শ্লীলতাহানির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১১ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৭ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে