পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্যবাহী গাড়ি থেকে লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ভয়ভীতি দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে টাকা নেওয়ার কথা উল্লেখ করে একটি অভিযোগ জেলা প্রশাসককে দিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান মালিকেরা। চাঁদাবাজি বন্ধে আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অভিযোগটি দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে এ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া ৬০০ থেকে ৭০০ গাড়ি থেকে নামে–বেনামে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। টাকা না দিলে গাড়ির চালকদের গালিগালাজ করে ও গাড়ি থেকে নামিয়ে মারধর এমনকি গাড়িতে আগুন দিয়ে চালককে পঙ্গু করার হুমকিও দেওয়া হয়। ৫ মে সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য নিয়ে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের একটি ট্রাক দেশের অভ্যন্তরে যেতে থাকে। এ সময় বুড়িমারীর ঘুন্টি এলাকায় উভয় সংগঠনের কয়েকজন সদস্য চালককে ৩০ টাকার একটি রসিদ দিয়ে ১৫০ টাকা চাঁদা দাবি করেন। চালক রসিদের বাইরে অতিরিক্ত টাকা দিতে রাজি না হলে তর্ক বাধে। পরে শতাধিক লোক জড়ো হয়ে তাঁকে মারপিট করে। ঘটনাস্থলে গাড়ির মালিক গেলে তাঁকেও হেনস্তা করে এবং এ রুটে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাক ও মালিককে উদ্ধার করে।
এ ব্যাপারে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের মালিক আব্দুস ছালেক বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে। যার কোনো বৈধতা নেই। চাঁদা না দিলে গাড়ির চালক ও মালিকদের হেনস্তা করা হয়। সরকারিভাবে বৈধতা থাকলে আমরা টাকা দিতে রাজি আছি।’
লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে চালক, সহকারী চালক ও ট্রাক বন্দোবস্তকারীদের (দালাল) কল্যাণ ফান্ডের জন্য ৩০ টাকা ও গাড়ির মালিক এবং গাড়ি নিরাপদে পাঠানোর কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১২০ টাকা করে নেওয়া হয়। যারা অভিযোগ করেছে তারা আওয়ামী লীগ সরকারের দোসর। আমাদের সংগঠনকে বিতর্কিত করতে মিথ্যা অভিযোগ করেছে।’
ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘এ–সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসককে জানানো হবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্যবাহী গাড়ি থেকে লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
ভয়ভীতি দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে টাকা নেওয়ার কথা উল্লেখ করে একটি অভিযোগ জেলা প্রশাসককে দিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান মালিকেরা। চাঁদাবাজি বন্ধে আজ বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অভিযোগটি দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে এ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে যাওয়া ৬০০ থেকে ৭০০ গাড়ি থেকে নামে–বেনামে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। টাকা না দিলে গাড়ির চালকদের গালিগালাজ করে ও গাড়ি থেকে নামিয়ে মারধর এমনকি গাড়িতে আগুন দিয়ে চালককে পঙ্গু করার হুমকিও দেওয়া হয়। ৫ মে সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য নিয়ে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের একটি ট্রাক দেশের অভ্যন্তরে যেতে থাকে। এ সময় বুড়িমারীর ঘুন্টি এলাকায় উভয় সংগঠনের কয়েকজন সদস্য চালককে ৩০ টাকার একটি রসিদ দিয়ে ১৫০ টাকা চাঁদা দাবি করেন। চালক রসিদের বাইরে অতিরিক্ত টাকা দিতে রাজি না হলে তর্ক বাধে। পরে শতাধিক লোক জড়ো হয়ে তাঁকে মারপিট করে। ঘটনাস্থলে গাড়ির মালিক গেলে তাঁকেও হেনস্তা করে এবং এ রুটে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাক ও মালিককে উদ্ধার করে।
এ ব্যাপারে হাফেজ বজলুর রহমান (রহ.) পরিবহনের মালিক আব্দুস ছালেক বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে। যার কোনো বৈধতা নেই। চাঁদা না দিলে গাড়ির চালক ও মালিকদের হেনস্তা করা হয়। সরকারিভাবে বৈধতা থাকলে আমরা টাকা দিতে রাজি আছি।’
লালমনিরহাট ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে চালক, সহকারী চালক ও ট্রাক বন্দোবস্তকারীদের (দালাল) কল্যাণ ফান্ডের জন্য ৩০ টাকা ও গাড়ির মালিক এবং গাড়ি নিরাপদে পাঠানোর কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১২০ টাকা করে নেওয়া হয়। যারা অভিযোগ করেছে তারা আওয়ামী লীগ সরকারের দোসর। আমাদের সংগঠনকে বিতর্কিত করতে মিথ্যা অভিযোগ করেছে।’
ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘এ–সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। জেলা প্রশাসককে জানানো হবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
২৯ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪১ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে