রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি

রংপুরের আইডিয়াল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মানিক চাঁদ (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই ভুল চিকিৎসায় মানিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাঁর মেয়ে সূর্য মণি (৩৫)।
মানিক চাঁদের বাড়ি গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীর রামনগর গ্রামে। রংপুর শহরের আর কে রোডে ওই হাসপাতালটির অবস্থান।
পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় ঘাড়ের টিউমার অপারেশনের জন্য মানিক চাঁদকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর টিউমার অপারেশন শুরু হয়। এ সময় মানিকের জ্ঞান না থাকলে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বজনদের জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
মানিকের মেয়ে সূর্য মণি অভিযোগ করেন, বেলা ২টায় তাঁর বাবার টিউমারের অপারেশন করার কথা ছিল ডাক্তারের। কিন্তু তখন না করে সন্ধ্যায় অপারেশন করতে যাওয়ায় তাঁর বাবার মৃত্যু হয়েছে। তিনি অভিযুক্ত ব্যক্তিদের কঠিন শাস্তি চান বলে জানান।
সূর্য মণি আরও বলেন, ‘কার কাছে বিচার চাইব? মামলা করি-বা কী হইবে। ওমার (ক্লিনিক মালিক) ম্যালাগুলো ট্যাকা। সবাকে কিনে নেবে। পরে বলবে, তোমার বাবা হার্ট অ্যাটাক করি মারা গেইচে। দেশোত কি গবিরের বিচার আছে?’
জানা গেছে, মানিক চাঁদের স্ত্রীর নাম চান মণি। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে। মেয়ে তিনটি বড়। তাঁদের বিয়ে হয়েছে। বাবার মৃত্যু নিয়ে বিচার চাইতে দেখা যায় মেয়ে সূর্য মণিকেই। বাবার মুত্যুর সংবাদ শুনে অপর দুই মেয়ে অনেক দূরে অবস্থিত তাঁদের স্বামীর বাড়ি থেকে রওনা দেন বলে জানা গেছে।
এদিকে রাত ১২টার দিকে ওই ক্লিনিকে গিয়ে দেখা যায়, তখনো মানিকের লাশ পড়ে আছে হাসপাতালের কেবিনের একটি বেডে। পরে রাতেই স্বজনেরা লাশ নিয়ে রওনা দেন।
রোগী মৃত্যুর বিষয়ে ও রাত ১২টায় লাশ উদ্ধার না করার বিষয়ে জানতে চাইলে সেখানে উপস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপপরিদর্শক মজনু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসকের হাতে রোগী মারা যেতেই পারে। কারণ চিকিৎসক বন্ড সই নিয়ে চিকিৎসা দেন। তা ছাড়া পরিবারের অভিযোগ না থাকলে লাশ কীভাবে উদ্ধার করব।’ এক প্রশ্নের জবাবে উপপরিদর্শক বলেন, ‘যে চিকিৎসকের নাম বলা হয়েছে, আসলে সেই চিকিৎসকই চিকিৎসা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে এ বিষয়ে ওই হাসপাতালের পরিচালক মিনার বসুনিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

রংপুরের আইডিয়াল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মানিক চাঁদ (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই ভুল চিকিৎসায় মানিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তাঁর মেয়ে সূর্য মণি (৩৫)।
মানিক চাঁদের বাড়ি গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীর রামনগর গ্রামে। রংপুর শহরের আর কে রোডে ওই হাসপাতালটির অবস্থান।
পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় ঘাড়ের টিউমার অপারেশনের জন্য মানিক চাঁদকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর টিউমার অপারেশন শুরু হয়। এ সময় মানিকের জ্ঞান না থাকলে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বজনদের জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
মানিকের মেয়ে সূর্য মণি অভিযোগ করেন, বেলা ২টায় তাঁর বাবার টিউমারের অপারেশন করার কথা ছিল ডাক্তারের। কিন্তু তখন না করে সন্ধ্যায় অপারেশন করতে যাওয়ায় তাঁর বাবার মৃত্যু হয়েছে। তিনি অভিযুক্ত ব্যক্তিদের কঠিন শাস্তি চান বলে জানান।
সূর্য মণি আরও বলেন, ‘কার কাছে বিচার চাইব? মামলা করি-বা কী হইবে। ওমার (ক্লিনিক মালিক) ম্যালাগুলো ট্যাকা। সবাকে কিনে নেবে। পরে বলবে, তোমার বাবা হার্ট অ্যাটাক করি মারা গেইচে। দেশোত কি গবিরের বিচার আছে?’
জানা গেছে, মানিক চাঁদের স্ত্রীর নাম চান মণি। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে। মেয়ে তিনটি বড়। তাঁদের বিয়ে হয়েছে। বাবার মৃত্যু নিয়ে বিচার চাইতে দেখা যায় মেয়ে সূর্য মণিকেই। বাবার মুত্যুর সংবাদ শুনে অপর দুই মেয়ে অনেক দূরে অবস্থিত তাঁদের স্বামীর বাড়ি থেকে রওনা দেন বলে জানা গেছে।
এদিকে রাত ১২টার দিকে ওই ক্লিনিকে গিয়ে দেখা যায়, তখনো মানিকের লাশ পড়ে আছে হাসপাতালের কেবিনের একটি বেডে। পরে রাতেই স্বজনেরা লাশ নিয়ে রওনা দেন।
রোগী মৃত্যুর বিষয়ে ও রাত ১২টায় লাশ উদ্ধার না করার বিষয়ে জানতে চাইলে সেখানে উপস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপপরিদর্শক মজনু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসকের হাতে রোগী মারা যেতেই পারে। কারণ চিকিৎসক বন্ড সই নিয়ে চিকিৎসা দেন। তা ছাড়া পরিবারের অভিযোগ না থাকলে লাশ কীভাবে উদ্ধার করব।’ এক প্রশ্নের জবাবে উপপরিদর্শক বলেন, ‘যে চিকিৎসকের নাম বলা হয়েছে, আসলে সেই চিকিৎসকই চিকিৎসা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে এ বিষয়ে ওই হাসপাতালের পরিচালক মিনার বসুনিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৩৩ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে