
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেল ৫টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলাকালীন এ ঘটনা ঘটে।
এ সময় শহরের উপজেলা গেটসংলগ্ন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের গেট-দরজা, জানালার গ্রিল, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুরসহ তাতে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে আজ বিকেলে ব্লকেড এবং অবস্থান কর্মসূচির ডাক দেয় সর্বস্তরের ছাত্র-জনতা।
কর্মসূচি চলাকালীন বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে আসবাবপত্রে আগুন দেয়।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের চৌমাথা মোড়ে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জুবায়ের হোসেন, পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আবু তালেব মাস্টার, উপজেলা যুব জামায়াতের সভাপতি শামীম হাসান, উপজেলা শিবির সভাপতি জুয়েল রানা (পশ্চিম), আল ইমরান (পূর্ব), পৌর সভাপতি আব্দুল্লাহ রুবেল ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ।
কর্মসূচি থেকে নেতা-কর্মীরা বলেন, ৫ আগস্ট আ. লীগের এই বাংলায় থাকার অধিকার হারিয়েছে। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ ছাড়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিও জানান তাঁরা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তাঁরা।
পরে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে এসে শেষ হয়। সেখানে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা শেখ বলেন, অবস্থান কর্মসূচি চলাকালীন বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরসহ আগুন দেয়। এতে তাঁদের সংগঠনের কেউ জড়িত নন।
পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের সভাপতি শামীম হোসেন বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর-আগুন দেওয়ার ঘটনায় তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
১৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৩ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪২ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে