
কুড়িগ্রামের চিলমারীতে হোসনে আরা (২৭) নামের এক নারীকে হত্যার দায়ে তাঁর দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুস সালাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চিলমারীর পুটিমারী হাটিথানা মণ্ডলপাড়া এলাকার ইয়াকুব আলী মণ্ডলের ছেলে মিজানুর রহমান লিটন (২৬)। হত্যার দায়ে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া হত্যার আলামত বিনষ্ট করার অপরাধে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালের ২ মে ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারার চর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে আসামি অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করে।
পরে পুলিশ অনুসন্ধান করে এ হত্যার মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান লিটনকে শনাক্ত করে। পরে জানা যায় লিটন ঘটনাস্থলে ওই নারীকে নিয়ে গিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার পর আলামত বিনষ্ট করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লিটন তাঁর বড় ভাই রতন মণ্ডলের স্ত্রী হোসনে আরার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটান।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নাজমুল ইসলাম এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট এ টি এম এরশাদুল হক চৌধুরী।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
১৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২০ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে