তাজরুল ইসলাম, পীরগাছা

সবজির বীজ উৎপাদন করে ভাগ্য বদলে যাচ্ছে পীরগাছা উপজেলার পাঁচ শতাধিক কৃষকের। কয়েক বছর আগেও যাঁরা স্থানীয় বাজার থেকে বীজ কিনে চাষাবাদ করতেন তাঁরা এখন নিজেরাই বীজ তৈরির কারিগর। চাষ করছেন বীজ ফসল। ফলে দিন দিন বেড়ে চলেছে আদর্শ বীজ তৈরির কারখানা।
সম্প্রতি উপজেলার বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। দিগন্তজুড়ে সবজির মাঠ। এসব মাঠে বাঁশের মাচায় ঝুলছে করলা, ঝিঙে, চিচিঙ্গা, লাউ, বরবটি আর মিষ্টি কুমড়ার মতো নানা ফসল। কৃষকেরা জানান, এসব বীজ ফসল। তাই পরিপক্ব না হলে তোলা যাবে না। ভালো বীজ পেতে হলে সঠিক পরিচর্যা ও পরিপক্ব করে তুলতে হবে।
বর্তমানে পীরগাছায় সবজি বীজের পাশাপাশি ভালো মানের ধান বীজও উৎপাদন করা হচ্ছে। যা প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। কৃষকেরা লাভ ভালো হওয়ায় দিন দিন বীজ উৎপাদনে বেশ আগ্রহী হয়ে উঠছেন।
পীরগাছা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ জানান, উপজেলা সদর, পারুল, ইটাকুমারী, অন্নদানগর, কান্দি ও কৈকুড়ীসহ বিভিন্ন ইউনিয়নে বীজ উৎপাদনকারী পাঁচ শতাধিক চাষি রয়েছেন। এর মধ্যে পারুল ইউনিয়নের নাগদাহ, শরিফ সুন্দর ও সেচাকান্দি এলাকায় বীজ চাষ বেশি হয়। এ বছর উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি বীজ চাষ করা হয়েছে।
কথা হয় নাগদাহ গ্রামের কৃষক আব্দুস সাত্তার খাঁনের সঙ্গে। তিনি জানান, বাজারে নানা কোম্পানির বীজ পাওয়া যায়। কিন্তু রোপণের পর সে রকম ফলন পাওয়া যায় না। অভিযোগ দিলে বলে মাটির দোষ। তাই এখন নিজেই বীজ উৎপাদন করে পরের বছর বপন করেন।
বিএডিসির সফল বীজ উৎপাদনকারী চাষি মনতাজুর রহমান বলেন, ‘আমি ১৩ বছর ধরে বীজ উৎপাদন করি। একসময় মানুষের কাছে কিনতাম। এখন মানুষ আমার কাছে কেনেন। বীজ উৎপাদন করে আমি অর্থনৈতিকভাবে বেশ লাভবান।’
লাউ বীজ উৎপাদন করেন জিয়াউর রহমান। তিনি নিজের ৬০ শতাংশ জমিতে লাউ চাষ করে বীজ সংগ্রহ করেছেন। এখন শুকিয়ে বীজগুলো কোম্পানিতে দেওয়ার জন্য প্রস্তুত করছেন। এবারে তাঁর জমিতে প্রায় ৩০০ কেজি বীজ হওয়ার সম্ভাবনা আছে। একটি কোম্পানির কাছে এগুলো বিক্রি করে ১ লাখ ৮০ হাজার টাকা পাবেন বলে আশা করছেন। জমিতে তাঁর খরচ হয়েছিল মাত্র ৩০ হাজার টাকা।
কৃষকেরা জানান, বিএডিসির পাশাপাশি বিভিন্ন কোম্পানি তাঁদের ভিত্তি বীজ সরবরাহ করার পাশাপাশি ফিল্ড সুপারভাইজার দিয়ে পরামর্শ দেয়। পরবর্তীতে কৃষকদের উৎপাদিত বীজগুলোর গুণগত মান নির্ণয় করে কোম্পানি নিজে কিনে নেয়।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম জানান, অধিক ফলন ও লাভ বেশি হওয়ায় কৃষকেরা বীজ উৎপাদনে অনেক উৎসাহী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ শামীমুর রহমান বলেন, দিন দিন রংপুরে সবজি চাষাবাদ বাড়ছে। সেই সঙ্গে সবজির বীজ উৎপাদনকারী কৃষকের সংখ্যাও বাড়ছে। এসব কৃষকের তালিকা করে কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

সবজির বীজ উৎপাদন করে ভাগ্য বদলে যাচ্ছে পীরগাছা উপজেলার পাঁচ শতাধিক কৃষকের। কয়েক বছর আগেও যাঁরা স্থানীয় বাজার থেকে বীজ কিনে চাষাবাদ করতেন তাঁরা এখন নিজেরাই বীজ তৈরির কারিগর। চাষ করছেন বীজ ফসল। ফলে দিন দিন বেড়ে চলেছে আদর্শ বীজ তৈরির কারখানা।
সম্প্রতি উপজেলার বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। দিগন্তজুড়ে সবজির মাঠ। এসব মাঠে বাঁশের মাচায় ঝুলছে করলা, ঝিঙে, চিচিঙ্গা, লাউ, বরবটি আর মিষ্টি কুমড়ার মতো নানা ফসল। কৃষকেরা জানান, এসব বীজ ফসল। তাই পরিপক্ব না হলে তোলা যাবে না। ভালো বীজ পেতে হলে সঠিক পরিচর্যা ও পরিপক্ব করে তুলতে হবে।
বর্তমানে পীরগাছায় সবজি বীজের পাশাপাশি ভালো মানের ধান বীজও উৎপাদন করা হচ্ছে। যা প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। কৃষকেরা লাভ ভালো হওয়ায় দিন দিন বীজ উৎপাদনে বেশ আগ্রহী হয়ে উঠছেন।
পীরগাছা উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ জানান, উপজেলা সদর, পারুল, ইটাকুমারী, অন্নদানগর, কান্দি ও কৈকুড়ীসহ বিভিন্ন ইউনিয়নে বীজ উৎপাদনকারী পাঁচ শতাধিক চাষি রয়েছেন। এর মধ্যে পারুল ইউনিয়নের নাগদাহ, শরিফ সুন্দর ও সেচাকান্দি এলাকায় বীজ চাষ বেশি হয়। এ বছর উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি বীজ চাষ করা হয়েছে।
কথা হয় নাগদাহ গ্রামের কৃষক আব্দুস সাত্তার খাঁনের সঙ্গে। তিনি জানান, বাজারে নানা কোম্পানির বীজ পাওয়া যায়। কিন্তু রোপণের পর সে রকম ফলন পাওয়া যায় না। অভিযোগ দিলে বলে মাটির দোষ। তাই এখন নিজেই বীজ উৎপাদন করে পরের বছর বপন করেন।
বিএডিসির সফল বীজ উৎপাদনকারী চাষি মনতাজুর রহমান বলেন, ‘আমি ১৩ বছর ধরে বীজ উৎপাদন করি। একসময় মানুষের কাছে কিনতাম। এখন মানুষ আমার কাছে কেনেন। বীজ উৎপাদন করে আমি অর্থনৈতিকভাবে বেশ লাভবান।’
লাউ বীজ উৎপাদন করেন জিয়াউর রহমান। তিনি নিজের ৬০ শতাংশ জমিতে লাউ চাষ করে বীজ সংগ্রহ করেছেন। এখন শুকিয়ে বীজগুলো কোম্পানিতে দেওয়ার জন্য প্রস্তুত করছেন। এবারে তাঁর জমিতে প্রায় ৩০০ কেজি বীজ হওয়ার সম্ভাবনা আছে। একটি কোম্পানির কাছে এগুলো বিক্রি করে ১ লাখ ৮০ হাজার টাকা পাবেন বলে আশা করছেন। জমিতে তাঁর খরচ হয়েছিল মাত্র ৩০ হাজার টাকা।
কৃষকেরা জানান, বিএডিসির পাশাপাশি বিভিন্ন কোম্পানি তাঁদের ভিত্তি বীজ সরবরাহ করার পাশাপাশি ফিল্ড সুপারভাইজার দিয়ে পরামর্শ দেয়। পরবর্তীতে কৃষকদের উৎপাদিত বীজগুলোর গুণগত মান নির্ণয় করে কোম্পানি নিজে কিনে নেয়।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম জানান, অধিক ফলন ও লাভ বেশি হওয়ায় কৃষকেরা বীজ উৎপাদনে অনেক উৎসাহী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ শামীমুর রহমান বলেন, দিন দিন রংপুরে সবজি চাষাবাদ বাড়ছে। সেই সঙ্গে সবজির বীজ উৎপাদনকারী কৃষকের সংখ্যাও বাড়ছে। এসব কৃষকের তালিকা করে কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২০ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে