ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোজাম্মেল হক নামে এক যুবককে ইট ভাটার আগুনে পুড়িয়ে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।
ঘোষিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ডের সাজা প্রদান করা হয়েছে।
এ সময় সাজাপ্রাপ্ত তিন আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার রানীশংকৈল উপজেলার বলাঞ্চা গ্রামের করিম উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলার বানোর বাংহাতলী গ্রামের আব্দুল আজিজের ছেলে কফিল উদ্দিন, রানীশংকৈল উপজেলার নজরুল ইসলামের ছেলে ইউনুস আলী, একই উপজেলার কোটিব উদ্দিনের ছেলে আব্দুল জলিল ও একই উপজেলার বদির উদ্দিনের ছেলে সিকান্দার আলী। এ মামলায় পলাতক রয়েছে সাজাপ্রাপ্ত দুই আসামি সিকান্দার আলী ও ইউনুস আলী।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হামিদ জানান, গত ২০১০ সালের ১৪ মার্চ বালিয়াডাঙ্গীতে ভুট্টা খেত থেকে একটি মাথাবিহীন মরদেহ পাওয়া গেলে বালিয়াডাঙ্গী থানার এসআই আতিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করলে গ্রেপ্তারকৃত আসামির বর্ণনা মতে বালিয়াডাঙ্গীর একটি ইট ভাটার ভেতর থেকে একটি মাথার কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
পরে এ মামলার তদন্ত ভার পরে উপপরিদর্শক ফরহাদ আলীর ওপর। তিনি দীর্ঘ তদন্ত শেষ করে আটজনকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত করে আটজনকে প্রাথমিকভাবে দোষী করে নতুন করে চার্জশিট দাখিল করেন আদালতে। তদন্তকালে আসামি ইউনুস আলী, আব্দুল জলিল ও কফিল উদ্দীন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য, যুক্তিতর্কে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৭ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২০ মিনিট আগে