রংপুর প্রতিনিধি

রংপুর শহরে একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে নুর আলম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, আগুন নেভানোর জন্য পাশের বাড়ির ছাদে উঠতে গেলে কাউকে উঠতে দেননি ওই বাড়ির গৃহকর্তা মাজেদ মিয়া। কিন্তু নুর আলম আগুন নেভাতে ওই বাড়ির ছাদে উঠলে মাজেদ মিয়া তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে তাঁর মৃত্যু হয়।
এদিকে তরুণের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাজেদ মিয়ার স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাজেদ মিয়া।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর খামার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নুর আলম খামার মোড় এলাকার বাদল মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রংপুর নগরীর খামার মোড় এলাকার তাবলিগ জামাত মসজিদ সংলগ্ন ফকির চান মিয়ার টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অন্যান্যদের সঙ্গে আগুন নেভাতে যান নুর আলমও। তিনি অগ্নিকাণ্ডের শিকার ফকির হোসেনের বাড়ির গা ঘেঁষা মাজেদ মিয়ার বাড়ির ছাদে উঠে আগুনে পানি ঢালতে থাকেন। এ সময় ছাদ থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
তবে প্রত্যক্ষদর্শী ও নিহত নুর আলমের পরিবারের অভিযোগ, আগুন নেভাতে নুর আলম মাজেদ মিয়ার ছাদে ওঠেন। এ সময় আগুনে পানি ঢালতে গেলে ছাদে থাকা মাজেদ মিয়া ক্ষিপ্ত হয়ে নুর আলমকে ধাক্কা দেন। নুর আলম নিচে পড়ে মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
খামার মোড় এলাকার স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ‘আগুন নেভানোর সময় মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করেছে। যে সেখান থেকে পেরেছে আগুনে পানি ঢেলেছে। কিন্তু মাজেদ মিয়া তাঁর ছাদে কাউকে উঠতে দেয়নি। নুরকে ভালো কাজ করতে এসে প্রাণ দিতে হলো। আমরা এর সঠিক বিচার চাই।’
নুর আলমের মা নুর নাহার বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে আগুন নেভাতে গিয়েছিল। মানুষের উপকার করতে গেছিলো এটা তার অপরাধ। পানি ঢালতে কলিজাটা মোর মাজেদের ছাদে উঠছিল। ওই জন্যে মাজেদ তার ছাদ থেকে আমার কলিজার টুকরাকে ধাক্কা দিয়া মারি ফেলছে। আমি মাজেদ মিয়ার ফাঁসি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত মাজেদ মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রংপুর শহরে একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে নুর আলম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, আগুন নেভানোর জন্য পাশের বাড়ির ছাদে উঠতে গেলে কাউকে উঠতে দেননি ওই বাড়ির গৃহকর্তা মাজেদ মিয়া। কিন্তু নুর আলম আগুন নেভাতে ওই বাড়ির ছাদে উঠলে মাজেদ মিয়া তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলে তাঁর মৃত্যু হয়।
এদিকে তরুণের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাজেদ মিয়ার স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাজেদ মিয়া।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর খামার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নুর আলম খামার মোড় এলাকার বাদল মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রংপুর নগরীর খামার মোড় এলাকার তাবলিগ জামাত মসজিদ সংলগ্ন ফকির চান মিয়ার টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অন্যান্যদের সঙ্গে আগুন নেভাতে যান নুর আলমও। তিনি অগ্নিকাণ্ডের শিকার ফকির হোসেনের বাড়ির গা ঘেঁষা মাজেদ মিয়ার বাড়ির ছাদে উঠে আগুনে পানি ঢালতে থাকেন। এ সময় ছাদ থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
তবে প্রত্যক্ষদর্শী ও নিহত নুর আলমের পরিবারের অভিযোগ, আগুন নেভাতে নুর আলম মাজেদ মিয়ার ছাদে ওঠেন। এ সময় আগুনে পানি ঢালতে গেলে ছাদে থাকা মাজেদ মিয়া ক্ষিপ্ত হয়ে নুর আলমকে ধাক্কা দেন। নুর আলম নিচে পড়ে মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
খামার মোড় এলাকার স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ‘আগুন নেভানোর সময় মানুষ দিগ্বিদিক ছুটোছুটি করেছে। যে সেখান থেকে পেরেছে আগুনে পানি ঢেলেছে। কিন্তু মাজেদ মিয়া তাঁর ছাদে কাউকে উঠতে দেয়নি। নুরকে ভালো কাজ করতে এসে প্রাণ দিতে হলো। আমরা এর সঠিক বিচার চাই।’
নুর আলমের মা নুর নাহার বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে আগুন নেভাতে গিয়েছিল। মানুষের উপকার করতে গেছিলো এটা তার অপরাধ। পানি ঢালতে কলিজাটা মোর মাজেদের ছাদে উঠছিল। ওই জন্যে মাজেদ তার ছাদ থেকে আমার কলিজার টুকরাকে ধাক্কা দিয়া মারি ফেলছে। আমি মাজেদ মিয়ার ফাঁসি চাই।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত মাজেদ মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২৮ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে