ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

টানা শীত ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের জীবন। তাপমাত্রা ওঠানামা করলেও কমেনি শীতের দাপট। কনকনে ঠান্ডার জবুথবু হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনের অধিকাংশ সময় থাকছে মেঘাচ্ছন্ন।
আজ বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র ঠান্ডায় গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন শীত কাতর মানুষগুলো। ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে গৃহপালিত পশু-পাখিও। শীত ও কনকনে ঠান্ডায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত রোগ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ফুলবাড়ী হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১০২ রোগী। আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ১০ শয্যার বিপরীতে ভর্তি আছে ২২ জন শিশু। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি হওয়ায় দিনভর ঠান্ডা অনুভূত হচ্ছে।
অপর দিকে এক সপ্তাহ ধরে সূর্যের দেখা না মেলায় হলুদ ও সাদা বর্ণ ধারণ করে নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। কৃষকেরা জানান, বোরো মৌসুম শুরু হলেও কনকনে ঠান্ডায় জমিতে রোপণ করতে পারছেন না ধানের চারা। অন্যদিকে হিমে নষ্ট হয়ে যাচ্ছে চারা বীজ। এ অবস্থা চলতে থাকলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তাঁদের।
ফুলবাড়ী সদরের ইউনিয়নের কবির মামুদ গ্রামের কৃষক সাহের আলী বলেন, ‘সাত দিন ধরে সূর্যের দেখা নাই। ঠান্ডা দিন দিন বৃদ্ধি বাড়ছে। বোরো ধানের বীজতলার এখন পর্যন্ত কোনো সমস্যা না হলেও এ অবস্থা আরও দুই-তিন দিন চললে বীজতলার ক্ষতি হতে পারে।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, চলতি রবি মৌসুমে উপজেলায় ৮২৫ হেক্টর আমনের বীজতলা, ২ হাজার ৭৬০ হেক্টর সরিষা, ৯০০ হেক্টর আলু, ১ হাজার ৯৯৫ হেক্টর ভুট্টা এবং ১ হাজার ১৫ হেক্টর বিভিন্ন শাক-সবজির চাষ করা হয়েছে। এর মধ্যে চার হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে।
এই কৃষি কর্মকর্তা জানান, শীতের তীব্রতা থেকে ফসল রক্ষার জন্য কৃষকদের ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শসহ বাড়তি পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা এমন থাকার আশঙ্কা রয়েছে। তবে তিন-চার দিন পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

টানা শীত ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের জীবন। তাপমাত্রা ওঠানামা করলেও কমেনি শীতের দাপট। কনকনে ঠান্ডার জবুথবু হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনের অধিকাংশ সময় থাকছে মেঘাচ্ছন্ন।
আজ বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র ঠান্ডায় গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন শীত কাতর মানুষগুলো। ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে গৃহপালিত পশু-পাখিও। শীত ও কনকনে ঠান্ডায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত রোগ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ফুলবাড়ী হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১০২ রোগী। আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ১০ শয্যার বিপরীতে ভর্তি আছে ২২ জন শিশু। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি হওয়ায় দিনভর ঠান্ডা অনুভূত হচ্ছে।
অপর দিকে এক সপ্তাহ ধরে সূর্যের দেখা না মেলায় হলুদ ও সাদা বর্ণ ধারণ করে নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। কৃষকেরা জানান, বোরো মৌসুম শুরু হলেও কনকনে ঠান্ডায় জমিতে রোপণ করতে পারছেন না ধানের চারা। অন্যদিকে হিমে নষ্ট হয়ে যাচ্ছে চারা বীজ। এ অবস্থা চলতে থাকলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তাঁদের।
ফুলবাড়ী সদরের ইউনিয়নের কবির মামুদ গ্রামের কৃষক সাহের আলী বলেন, ‘সাত দিন ধরে সূর্যের দেখা নাই। ঠান্ডা দিন দিন বৃদ্ধি বাড়ছে। বোরো ধানের বীজতলার এখন পর্যন্ত কোনো সমস্যা না হলেও এ অবস্থা আরও দুই-তিন দিন চললে বীজতলার ক্ষতি হতে পারে।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, চলতি রবি মৌসুমে উপজেলায় ৮২৫ হেক্টর আমনের বীজতলা, ২ হাজার ৭৬০ হেক্টর সরিষা, ৯০০ হেক্টর আলু, ১ হাজার ৯৯৫ হেক্টর ভুট্টা এবং ১ হাজার ১৫ হেক্টর বিভিন্ন শাক-সবজির চাষ করা হয়েছে। এর মধ্যে চার হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে।
এই কৃষি কর্মকর্তা জানান, শীতের তীব্রতা থেকে ফসল রক্ষার জন্য কৃষকদের ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শসহ বাড়তি পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা এমন থাকার আশঙ্কা রয়েছে। তবে তিন-চার দিন পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৮ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২০ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৭ মিনিট আগে