নীলফামারীর সৈয়দপুরে মৎস্যজীবী লীগ নেতার বাড়ি ভাঙচুর মামলার ২১ দিন পার গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং মামলার তদন্তে গড়িমসি ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
আজ সোমবার সৈয়দপুর মুন্সিপাড়া নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মামলার বাদী ও জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা নিজের কেনা জমিতে বাড়ি করছি। প্রতিবেশী যুবদলের যুগ্ম আহ্বায়ক ফাইয়াজুল হক সাজু আমার বাড়ির এক শতক জমি নিজের বলে দাবি করেন। এ জন্য আমার পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন তিনি। চাঁদা না দেওয়ায় গত ৯ মার্চ সাজুর নেতৃত্বে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। তারা আমার বৃদ্ধ মা-বাবাকে হত্যার হুমকি দেয়।’
মো. জুয়েল সরকার বলেন, ‘ঘটনার দিন আমি দলীয় কাজে নীলফামারীতে ছিলাম। পরে এসে ঘটনা দেখে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ ব্যক্তিকে আসামি করে মামলা করতে গেলেও পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। এর দুইদিন পর মামলা নেয়। তবে মামলা দায়েরর প্রায় ২১ দিন পার হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা নেই। এমনি ঘটনাস্থলেও আসেননি তদন্ত কর্মকর্তা। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন–ভুক্তভোগীর বাবা ও রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কামাল আহমেদ, স্কুলশিক্ষিকা রওশন আরা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান লিটনসহ মৎস্যজীবী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে তারা মহামান্য হাইকোর্ট থেকে ইতিমধ্যে জামিন নিয়ে এসেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৭ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩১ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে