প্রতিনিধি, সাঘাটা, (গাইবান্ধা)

গাইবান্ধা সাঘাটা উপজেলার যমুনা নদীর ভাঙনে দুই শতাধিক পরিবারের বাড়ি-ঘর, বসতভিটা, শতাধিক বিঘা আবাদি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙন ঝুঁকিতে পড়েছে স্কুল, বাজার, শত শত একর আবাদি জমি, জনজীবনসহ বিস্তীর্ণ এলাকা। জিও ব্যাগ ফেলে ভাঙন কবলিত এলাকা রক্ষা করার চেষ্টা করছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড।
আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিন ধরে টানা বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় উপজেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি তীব্র স্রোত সাঘাটা ইউনিয়নের মুন্সির হাট, গোবিন্দি ও ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা মাঝি পাড়া পয়েন্টে নদী ভাঙন শুরু হয়েছে।
গত ১৫ দিনের অব্যাহত ভাঙনে মুন্সির হাট এলাকার দুই শতাধিক পরিবারের ঘর-বাড়ি, বসতভিটা, আবাদি জমি বেশ কিছু গাছ পালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
গৃহহারা পরিবার গুলির মধ্যে কেহ পার্শ্ববর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। অনেকেই আবার অন্যের জায়গায় আশ্রয় নিয়েছেন।
সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, তার ইউনিয়নের মুন্সির হাট, গোবিন্দি, হাটবাড়ী গ্রামে নদী ভাঙনে ২ শতাধিক পরিবারের বাড়ি-ঘর বিলীন হয়েছে। এ ছাড়া মুন্সির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মুন্সির হাট বাজার, ৫ শতাধিক ঘর-বাড়ি, আবাদি জমিও গাছ-পালা সহ বিস্তীর্ণ এলাকা ভাঙন ঝুঁকিতে রয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রেজাই করিম রেজা জানান, ভাঙন রোধে ঠিকাদারের মাধ্যমে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

গাইবান্ধা সাঘাটা উপজেলার যমুনা নদীর ভাঙনে দুই শতাধিক পরিবারের বাড়ি-ঘর, বসতভিটা, শতাধিক বিঘা আবাদি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙন ঝুঁকিতে পড়েছে স্কুল, বাজার, শত শত একর আবাদি জমি, জনজীবনসহ বিস্তীর্ণ এলাকা। জিও ব্যাগ ফেলে ভাঙন কবলিত এলাকা রক্ষা করার চেষ্টা করছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড।
আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক দিন ধরে টানা বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় উপজেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি তীব্র স্রোত সাঘাটা ইউনিয়নের মুন্সির হাট, গোবিন্দি ও ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা মাঝি পাড়া পয়েন্টে নদী ভাঙন শুরু হয়েছে।
গত ১৫ দিনের অব্যাহত ভাঙনে মুন্সির হাট এলাকার দুই শতাধিক পরিবারের ঘর-বাড়ি, বসতভিটা, আবাদি জমি বেশ কিছু গাছ পালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
গৃহহারা পরিবার গুলির মধ্যে কেহ পার্শ্ববর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। অনেকেই আবার অন্যের জায়গায় আশ্রয় নিয়েছেন।
সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, তার ইউনিয়নের মুন্সির হাট, গোবিন্দি, হাটবাড়ী গ্রামে নদী ভাঙনে ২ শতাধিক পরিবারের বাড়ি-ঘর বিলীন হয়েছে। এ ছাড়া মুন্সির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মুন্সির হাট বাজার, ৫ শতাধিক ঘর-বাড়ি, আবাদি জমিও গাছ-পালা সহ বিস্তীর্ণ এলাকা ভাঙন ঝুঁকিতে রয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রেজাই করিম রেজা জানান, ভাঙন রোধে ঠিকাদারের মাধ্যমে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে