Ajker Patrika

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৫: ১৬
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে শীত। পৌষের সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতাও। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। ফলে এ সময় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু ও বয়স্কদের। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) তুহিন মিয়া জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শীত বাড়ায় হাসপাতালে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা বেড়েছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট ও শীতজনিত সমস্যা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে রোগীরা। অনেকের অবস্থা খারাপ হওয়ায় তাঁরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এই চিকিৎসক বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ রয়েছে। জনবলের ঘাটতির পরও আমরা সেবা দিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত