বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে কাল বুধবার ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো অতিরিক্ত নজরদারিতে থাকবে বলে আসনটির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম মাহাতাবউদ্দিন আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন।
মাহাতাবউদ্দিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রে পাঁচজন অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য থাকবেন। এ ছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাত প্লাটুন বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবে।’ উৎসবমুখর ভোট উপহার দেওয়ার জন্য তিনি সব ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙল প্রতীকে, স্বতন্ত্র পদপ্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে, জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ আম প্রতীকে এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের মতামত ও শেষ পর্যন্ত প্রার্থীদের প্রচারণা বিবেচনায় জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় এবং ১৪ দলের প্রার্থী ইয়াসিন আলীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
আসনটিতে ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে কাল বুধবার ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো অতিরিক্ত নজরদারিতে থাকবে বলে আসনটির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম মাহাতাবউদ্দিন আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন।
মাহাতাবউদ্দিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রে পাঁচজন অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য থাকবেন। এ ছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাত প্লাটুন বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবে।’ উৎসবমুখর ভোট উপহার দেওয়ার জন্য তিনি সব ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙল প্রতীকে, স্বতন্ত্র পদপ্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে, জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ আম প্রতীকে এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের মতামত ও শেষ পর্যন্ত প্রার্থীদের প্রচারণা বিবেচনায় জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় এবং ১৪ দলের প্রার্থী ইয়াসিন আলীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
আসনটিতে ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে