রংপুর প্রতিনিধি

গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত ফ্যাসিবাদী শক্তি রাজপথ থেকে বিতাড়িত হয়ে এখন অনলাইনে সরব হয়ে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ শনিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি রাজপথ থেকে পরাজিত হয়ে, এখন অনলাইনে তারা তাদের শক্তি প্রদর্শন করছে। মিথ্যা তথ্য ও গুজব চড়াচ্ছে। ফলে আমরা যেন সচেতন হই, কোনো মিথ্যা তথ্য এবং গুজবে বিশ্বাস না করি।’
তিনি আরও বলেন, ‘ভারত বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে দিয়ে নিজেদের উগ্রবাদ ঢেকে রাখতে চাইছে। আমাদের অবশ্যই সত্যটাকে তুলে ধরতে হবে। যেটা সত্য, যেটা আসলেই দেশে ঘটছে, সেই জিনিসটাই যদি আমরা তুলে ধরতে পারি। দেশের মানুষের কাছে প্রচার করতে পারি। পৃথিবীর কাছে প্রচার করতে পারি। এতটুকু আমাদের জন্য যথেষ্ট হবে।’
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। ফলে বাংলাদেশে যেটা ন্যায্য প্রাপ্তি, সে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কিন্তু অন্য যেকোনো দেশের সঙ্গে আমরা সম্পর্ক করব। আমরা মাত্র দুই মাস হয়েছি এসেছি। তো আমাদেরও সে সময়টুকু দিতে যতে হবে, কাজ করার।’
আবু সাঈদের আত্মদানের কথা স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের নবনিযুক্ত যিনি ভিসি স্যার রয়েছেন—তাঁর সঙ্গে আমরা আলোচনা করেছি। এখান হলের প্রয়োজন রয়েছে। এ ছাড়া এখানে আরও কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বিশ্ববিদ্যালয় এই অভ্যুত্থানের লড়াই শুরু করেছে। অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকেরা অবহেলিত থাকবেন না। তাঁদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আনন্দ শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার চত্বরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী এতে সভাপতিত্ব করেন।
সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. তানজীম উদ্দিন খান, শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন বক্তব্য দেন।

গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত ফ্যাসিবাদী শক্তি রাজপথ থেকে বিতাড়িত হয়ে এখন অনলাইনে সরব হয়ে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ শনিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি রাজপথ থেকে পরাজিত হয়ে, এখন অনলাইনে তারা তাদের শক্তি প্রদর্শন করছে। মিথ্যা তথ্য ও গুজব চড়াচ্ছে। ফলে আমরা যেন সচেতন হই, কোনো মিথ্যা তথ্য এবং গুজবে বিশ্বাস না করি।’
তিনি আরও বলেন, ‘ভারত বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে দিয়ে নিজেদের উগ্রবাদ ঢেকে রাখতে চাইছে। আমাদের অবশ্যই সত্যটাকে তুলে ধরতে হবে। যেটা সত্য, যেটা আসলেই দেশে ঘটছে, সেই জিনিসটাই যদি আমরা তুলে ধরতে পারি। দেশের মানুষের কাছে প্রচার করতে পারি। পৃথিবীর কাছে প্রচার করতে পারি। এতটুকু আমাদের জন্য যথেষ্ট হবে।’
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। ফলে বাংলাদেশে যেটা ন্যায্য প্রাপ্তি, সে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কিন্তু অন্য যেকোনো দেশের সঙ্গে আমরা সম্পর্ক করব। আমরা মাত্র দুই মাস হয়েছি এসেছি। তো আমাদেরও সে সময়টুকু দিতে যতে হবে, কাজ করার।’
আবু সাঈদের আত্মদানের কথা স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের নবনিযুক্ত যিনি ভিসি স্যার রয়েছেন—তাঁর সঙ্গে আমরা আলোচনা করেছি। এখান হলের প্রয়োজন রয়েছে। এ ছাড়া এখানে আরও কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বিশ্ববিদ্যালয় এই অভ্যুত্থানের লড়াই শুরু করেছে। অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকেরা অবহেলিত থাকবেন না। তাঁদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আনন্দ শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার চত্বরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী এতে সভাপতিত্ব করেন।
সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. তানজীম উদ্দিন খান, শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন বক্তব্য দেন।

রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৮ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
১৫ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে তিন মাছ ব্যবসায়ী মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টানতে নামেন। এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খোলার পর বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন।
২৮ মিনিট আগে
শ্যামপুর গ্রামের সামছুল হক ৭ জানুয়ারি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ১৩ জানুয়ারি রাতে কুর্শা ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল হালিম তাঁদের বাড়িতে গিয়ে দাবি করেন, সামছুল কারাগারে হার্ট স্ট্রোক করেছেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
৩০ মিনিট আগে