ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে রবীন্দ্র দেবনাথ (৫৫) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
রবীন্দ্র দেবনাথ সদর উপজেলার ভুল্লী থানার চরণখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ বলেন, গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরেন তাঁর ভাই। বিকেলে স্থানীয় বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে তাঁর লাশ রশিতে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। তাঁদের চিৎকার শুনে বাজারের লোকজন এসে পুলিশে খবর দেন।
কৃষ্ণ চন্দ্র দেবনাথ আরও বলেন, তাঁর ভাই বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার পর তা শোধ করতে পারছিলেন না। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রুবেল রানা নামের এক শিক্ষার্থী বলেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এনজিওর চাপে পড়ে আত্মহত্যার এ রকম আরও অনেক উদাহরণ রয়েছে।
একই গ্রামের সাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, একজন প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, রবীন্দ্র দেবনাথ সহজ-সরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ঋণের চাপে ওই প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে রবীন্দ্র দেবনাথ (৫৫) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
রবীন্দ্র দেবনাথ সদর উপজেলার ভুল্লী থানার চরণখোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
রবীন্দ্র দেবনাথের ছোট ভাই কৃষ্ণ চন্দ্র দেবনাথ বলেন, গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরেন তাঁর ভাই। বিকেলে স্থানীয় বাজারে যান। রাত ১০টার দিকে বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে তাঁর লাশ রশিতে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। তাঁদের চিৎকার শুনে বাজারের লোকজন এসে পুলিশে খবর দেন।
কৃষ্ণ চন্দ্র দেবনাথ আরও বলেন, তাঁর ভাই বিভিন্ন জায়গা থেকে ঋণ নেওয়ার পর তা শোধ করতে পারছিলেন না। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
কেশুরবাড়ী তাঁতিপাড়া এলাকার রুবেল রানা নামের এক শিক্ষার্থী বলেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। এনজিওর চাপে পড়ে আত্মহত্যার এ রকম আরও অনেক উদাহরণ রয়েছে।
একই গ্রামের সাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, একজন প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, রবীন্দ্র দেবনাথ সহজ-সরল ও একজন আদর্শ শিক্ষক ছিলেন। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চাপের মুখে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ঋণের চাপে ওই প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে