ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার চাপসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির দাবি, আটক ১০ বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি এড়িয়ে দেশে ফিরছিলেন তাঁরা।
৪২ বিজিবির চাপসার বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং আট মাস ধরে ভারতের রাজস্থানে নির্মাণশ্রমিকের কাজ করতেন। যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাঁরা দেশে ফিরে আসেন।
আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সত্যেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০)।
এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি, কিছু লোক দৌড়ে আসছে। পরে বিজিবি এসে ওদের ধরে ফেলে। ওদের চোখে-মুখে ভীষণ আতঙ্ক ছিল, কেউ কেউ কাঁপছিল।’
মোস্তাকিম হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, ‘যা বুঝলাম, ওরা না খেয়ে কষ্ট করে ফিরছে। হয়তো নিজের দেশের মাটিতে এসে একটু স্বস্তি পেয়েছে।’
স্থানীয় মানবাধিকার সংগঠন সীমান্ত অধিকার ফোরামের সদস্য নূরজাহান বেগম বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে যদি কেউ প্রাণরক্ষার জন্য নিজ দেশে ফিরে আসে, তাহলে তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তবে সীমান্ত নিরাপত্তাও গুরুত্বপূর্ণ—সেই ভারসাম্য বজায় রাখতে হবে।’

ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার চাপসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির দাবি, আটক ১০ বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি এড়িয়ে দেশে ফিরছিলেন তাঁরা।
৪২ বিজিবির চাপসার বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং আট মাস ধরে ভারতের রাজস্থানে নির্মাণশ্রমিকের কাজ করতেন। যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাঁরা দেশে ফিরে আসেন।
আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সত্যেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০)।
এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি, কিছু লোক দৌড়ে আসছে। পরে বিজিবি এসে ওদের ধরে ফেলে। ওদের চোখে-মুখে ভীষণ আতঙ্ক ছিল, কেউ কেউ কাঁপছিল।’
মোস্তাকিম হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, ‘যা বুঝলাম, ওরা না খেয়ে কষ্ট করে ফিরছে। হয়তো নিজের দেশের মাটিতে এসে একটু স্বস্তি পেয়েছে।’
স্থানীয় মানবাধিকার সংগঠন সীমান্ত অধিকার ফোরামের সদস্য নূরজাহান বেগম বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে যদি কেউ প্রাণরক্ষার জন্য নিজ দেশে ফিরে আসে, তাহলে তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তবে সীমান্ত নিরাপত্তাও গুরুত্বপূর্ণ—সেই ভারসাম্য বজায় রাখতে হবে।’

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
৭ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে