
ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার চাপসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির দাবি, আটক ১০ বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি এড়িয়ে দেশে ফিরছিলেন তাঁরা।
৪২ বিজিবির চাপসার বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং আট মাস ধরে ভারতের রাজস্থানে নির্মাণশ্রমিকের কাজ করতেন। যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাঁরা দেশে ফিরে আসেন।
আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সত্যেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০)।
এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি, কিছু লোক দৌড়ে আসছে। পরে বিজিবি এসে ওদের ধরে ফেলে। ওদের চোখে-মুখে ভীষণ আতঙ্ক ছিল, কেউ কেউ কাঁপছিল।’
মোস্তাকিম হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, ‘যা বুঝলাম, ওরা না খেয়ে কষ্ট করে ফিরছে। হয়তো নিজের দেশের মাটিতে এসে একটু স্বস্তি পেয়েছে।’
স্থানীয় মানবাধিকার সংগঠন সীমান্ত অধিকার ফোরামের সদস্য নূরজাহান বেগম বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে যদি কেউ প্রাণরক্ষার জন্য নিজ দেশে ফিরে আসে, তাহলে তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তবে সীমান্ত নিরাপত্তাও গুরুত্বপূর্ণ—সেই ভারসাম্য বজায় রাখতে হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৮ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে