ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবার নামে চলছে নৈরাজ্য। হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ করা খাবারে রয়েছে ঘাটতি; ওষুধ রয়েছে, তবু রোগীকে পাঠানো হয় বাইরের দোকানে, আর নার্সদের আচরণে নেই মানবিকতা। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে।
আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালায় ঠাকুরগাঁও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরীফ মারজী।
অভিযান শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দুদক কর্মকর্তা আজমির শরীফ মারজী বলেন, ‘সরকারি বরাদ্দ অনুযায়ী একজন রোগীর জন্য প্রতিদিন ১০৯ গ্রাম ব্রয়লার মুরগি সরবরাহ করার কথা। কিন্তু বাস্তবে তা দেওয়া হচ্ছে মাত্র ২২ গ্রাম। ভাত রান্নায় ব্যবহৃত হচ্ছে মোটা চাল, যেখানে বরাদ্দ আছে চিকন চালের। রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে খোলা, অস্বাস্থ্যকর তেল।’
তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ নাপা ও ফেক্সো ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে কিনে নিতে বলা হচ্ছে। ‘রোগীরা ওষুধ চাইলেও দায়িত্বরত কর্মীরা তা দিচ্ছেন না। এমনকি সাধারণ পরীক্ষাগুলোও রোগীদের পাঠানো হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে, অধিক মূল্যে।’
অভিযানে আরও উঠে আসে নার্সদের দুর্ব্যবহারের চিত্র। রোগীদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে মানবিক ব্যবহার তো দূরের কথা, বরং অপমান সহ্য করতে হয় প্রতিনিয়ত। দুদক কর্মকর্তারা জানান, এ নিয়ে কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তারা। ‘ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানা ও টয়লেটের দুর্গন্ধ—সব মিলিয়ে পরিবেশ একেবারে অস্বাস্থ্যকর,’ বলেন দুদক কর্মকর্তারা। এই অভিযানে রোগীরা দুদকের উপস্থিতিকে স্বাগত জানান এবং অভিযোগ জানানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমুজ্জামান বলেন, ‘দুদকের অভিযানে যেসব অনিয়ম উঠে এসেছে, সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবার নামে চলছে নৈরাজ্য। হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ করা খাবারে রয়েছে ঘাটতি; ওষুধ রয়েছে, তবু রোগীকে পাঠানো হয় বাইরের দোকানে, আর নার্সদের আচরণে নেই মানবিকতা। এসব অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে।
আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অভিযান চালায় ঠাকুরগাঁও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ছয় সদস্যের একটি দল। নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরীফ মারজী।
অভিযান শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দুদক কর্মকর্তা আজমির শরীফ মারজী বলেন, ‘সরকারি বরাদ্দ অনুযায়ী একজন রোগীর জন্য প্রতিদিন ১০৯ গ্রাম ব্রয়লার মুরগি সরবরাহ করার কথা। কিন্তু বাস্তবে তা দেওয়া হচ্ছে মাত্র ২২ গ্রাম। ভাত রান্নায় ব্যবহৃত হচ্ছে মোটা চাল, যেখানে বরাদ্দ আছে চিকন চালের। রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে খোলা, অস্বাস্থ্যকর তেল।’
তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ নাপা ও ফেক্সো ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে কিনে নিতে বলা হচ্ছে। ‘রোগীরা ওষুধ চাইলেও দায়িত্বরত কর্মীরা তা দিচ্ছেন না। এমনকি সাধারণ পরীক্ষাগুলোও রোগীদের পাঠানো হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে, অধিক মূল্যে।’
অভিযানে আরও উঠে আসে নার্সদের দুর্ব্যবহারের চিত্র। রোগীদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে মানবিক ব্যবহার তো দূরের কথা, বরং অপমান সহ্য করতে হয় প্রতিনিয়ত। দুদক কর্মকর্তারা জানান, এ নিয়ে কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তারা। ‘ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানা ও টয়লেটের দুর্গন্ধ—সব মিলিয়ে পরিবেশ একেবারে অস্বাস্থ্যকর,’ বলেন দুদক কর্মকর্তারা। এই অভিযানে রোগীরা দুদকের উপস্থিতিকে স্বাগত জানান এবং অভিযোগ জানানোর সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমুজ্জামান বলেন, ‘দুদকের অভিযানে যেসব অনিয়ম উঠে এসেছে, সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪৩ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে