খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

ঋণ খেলাপির দায়ে আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ সোমবার দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুল হক হাফিজ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তিনি বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ দিনব্যাপী উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬, সদস্য পদে ২২৫ ও সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৭৪ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ঋণ খেলাপির দায়ে হাফিজ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আর বাকি ৩৩৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন-১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা,৩ নং আঙ্গারপাড়া ও ৪ নং খামারপাড়া ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির এবং ৫ নং ভাবকি ও ৬ নং গোয়ালডিহি ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক।
এ বিষয়ে ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘উত্তরা ব্যাংক লিমিটেড, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারীর ঋণের জামিনদাতা হিসেবে ঋণ খেলাপি হওয়ায় হাফিজ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে প্রার্থিতা ফেরাতে আপিলের সুযোগ রয়েছে।’

ঋণ খেলাপির দায়ে আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ সোমবার দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুল হক হাফিজ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তিনি বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আজ দিনব্যাপী উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬, সদস্য পদে ২২৫ ও সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৭৪ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ঋণ খেলাপির দায়ে হাফিজ সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আর বাকি ৩৩৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন-১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা,৩ নং আঙ্গারপাড়া ও ৪ নং খামারপাড়া ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির এবং ৫ নং ভাবকি ও ৬ নং গোয়ালডিহি ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক।
এ বিষয়ে ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘উত্তরা ব্যাংক লিমিটেড, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারীর ঋণের জামিনদাতা হিসেবে ঋণ খেলাপি হওয়ায় হাফিজ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে প্রার্থিতা ফেরাতে আপিলের সুযোগ রয়েছে।’

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
২৮ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে