কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাশেমবাজার এলাকায় কুড়িগ্রাম-তিস্তা রেলপথের একটি সেতুর অ্যাবাটমেন্ট ভেঙে গেছে। এতে গতকাল শুক্রবার বিকেল থেকে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে কাজ শুরু করেছে রেলের প্রকৌশল বিভাগ। শনিবার সন্ধ্যায় এ পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ। সেটি সম্ভব হলে আগামীকাল রোববার থেকে কুড়িগ্রামে আন্তনগর ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।
লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা যায়, রাজারহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের চায়না বাজারের কাছে কাশিম বাজার এলাকার রেলসেতুটির পশ্চিম প্রান্তের অ্যাবাটমেন্ট ভেঙে গেছে। কয়েক দিন থেকে পানির স্রোতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। জিও ব্যাগ ফেলে সেটি রক্ষার চেষ্টা করছিল রেল বিভাগ। তবে সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার বিকেলে সেতুটির পশ্চিম পাশের অ্যাবাটমেন্ট ভেঙে যায়। এরপরই এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে শুক্রবার সন্ধ্যার পর থেকে সেতুটি মেরামতে কাজ শুরু করা হয়। আজ শনিবার মেরামতকাজ শেষ হতে পারে।
কুড়িগ্রাম রেলস্টেশন সূত্র জানায়, শুক্রবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ও চিলমারী কমিউটার ট্রেন কুড়িগ্রাম ছেড়ে গিয়েছিল। কিন্তু সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিকেলে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে শুক্রবার সন্ধ্যায় রংপুর এক্সপ্রেসের শাটল ও চিলমারী কমিউটার ট্রেনটি কুড়িগ্রামে প্রবেশ করেনি।
উল্লেখ্য, সেতু বা কালভার্টের শেষ প্রান্তের দেয়াল বা সাপোর্টকে অ্যাবাটমেন্ট বলে। এটা সেতুর ওজন এবং এর ওপর দিয়ে যাওয়া সব ওজন বহন করে। এটি পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও পাড়কে ভাঙন থেকেও রক্ষা করে।
প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে আমরা কাজ করছি। এই মুহূর্তে সেতুটি স্থায়ী মেরামত সম্ভব নয়। আমরা আপাতত ট্রেন চলাচলের উপযোগী করছি।’
রেলযোগাযোগ চালুর প্রশ্নে এই রেল প্রকৌশলী বলেন, ‘সাময়িকভাবে এই রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আজই মেরামতকাজ শেষ করা সম্ভব হবে। শনিবার সন্ধ্যার পর শাটল ট্রেন দিয়ে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। রোববার সকাল থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন চলাচল করার সম্ভাবনা রয়েছে। আপাতত সেতুর কাছে ট্রেন থেমে ধীরে সেতুটি অতিক্রম করবে। পরে শুকনো মৌসুমে সেতুটি স্থায়ীভাবে সংস্কার করা হবে।’

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাশেমবাজার এলাকায় কুড়িগ্রাম-তিস্তা রেলপথের একটি সেতুর অ্যাবাটমেন্ট ভেঙে গেছে। এতে গতকাল শুক্রবার বিকেল থেকে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে কাজ শুরু করেছে রেলের প্রকৌশল বিভাগ। শনিবার সন্ধ্যায় এ পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ। সেটি সম্ভব হলে আগামীকাল রোববার থেকে কুড়িগ্রামে আন্তনগর ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।
লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা যায়, রাজারহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের চায়না বাজারের কাছে কাশিম বাজার এলাকার রেলসেতুটির পশ্চিম প্রান্তের অ্যাবাটমেন্ট ভেঙে গেছে। কয়েক দিন থেকে পানির স্রোতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। জিও ব্যাগ ফেলে সেটি রক্ষার চেষ্টা করছিল রেল বিভাগ। তবে সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার বিকেলে সেতুটির পশ্চিম পাশের অ্যাবাটমেন্ট ভেঙে যায়। এরপরই এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে শুক্রবার সন্ধ্যার পর থেকে সেতুটি মেরামতে কাজ শুরু করা হয়। আজ শনিবার মেরামতকাজ শেষ হতে পারে।
কুড়িগ্রাম রেলস্টেশন সূত্র জানায়, শুক্রবার সকালে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ও চিলমারী কমিউটার ট্রেন কুড়িগ্রাম ছেড়ে গিয়েছিল। কিন্তু সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিকেলে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে শুক্রবার সন্ধ্যায় রংপুর এক্সপ্রেসের শাটল ও চিলমারী কমিউটার ট্রেনটি কুড়িগ্রামে প্রবেশ করেনি।
উল্লেখ্য, সেতু বা কালভার্টের শেষ প্রান্তের দেয়াল বা সাপোর্টকে অ্যাবাটমেন্ট বলে। এটা সেতুর ওজন এবং এর ওপর দিয়ে যাওয়া সব ওজন বহন করে। এটি পানির প্রবাহ নিয়ন্ত্রণ ও পাড়কে ভাঙন থেকেও রক্ষা করে।
প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে আমরা কাজ করছি। এই মুহূর্তে সেতুটি স্থায়ী মেরামত সম্ভব নয়। আমরা আপাতত ট্রেন চলাচলের উপযোগী করছি।’
রেলযোগাযোগ চালুর প্রশ্নে এই রেল প্রকৌশলী বলেন, ‘সাময়িকভাবে এই রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আজই মেরামতকাজ শেষ করা সম্ভব হবে। শনিবার সন্ধ্যার পর শাটল ট্রেন দিয়ে পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। রোববার সকাল থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন চলাচল করার সম্ভাবনা রয়েছে। আপাতত সেতুর কাছে ট্রেন থেমে ধীরে সেতুটি অতিক্রম করবে। পরে শুকনো মৌসুমে সেতুটি স্থায়ীভাবে সংস্কার করা হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে