দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফেরদৌসি বেগম (২২)। এ ঘটনায় স্বামী সাগর আহম্মেদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় প্রতিশোধ নিতে স্ত্রীকে হত্যা শ্বাসরোধে হত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, চার বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফেরদৌসি বেগমের সঙ্গে সাগর আহম্মেদের বিয়ে হয়। সন্তান না হওয়াসহ নানা কারণে ফেরদৌসীকে শারীরিক নির্যাতন করতেন তাঁর স্বামী। সর্বশেষ এক মাস আগে সাগর তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমকে মারধর করলে ফেরদৌসি রাগ করে বাবার বাড়িতে চলে যান। কয়েক দিন পর সাগর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে সাগরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আব্দুল্লাহ আল মাসুম আরও জানান, শ্বশুরবাড়িতে লাঞ্ছনার প্রতিবাদে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন সাগর। গতকাল বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা দড়ি স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হলে সেখানে লাশ ফেলে রেখে চলে যান।
এর আগে গতকাল বুধবার দুপুরে ধানখেতে ফেরদৌসির লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর-মরিচা গ্রামের সাগর আহম্মেদকে (২৪) আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের নানা শমসেস আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাগর আহম্মেদকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ‘আমরা ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।’

দিনাজপুরের ঘোড়াঘাটে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ফেরদৌসি বেগম (২২)। এ ঘটনায় স্বামী সাগর আহম্মেদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় প্রতিশোধ নিতে স্ত্রীকে হত্যা শ্বাসরোধে হত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, চার বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফেরদৌসি বেগমের সঙ্গে সাগর আহম্মেদের বিয়ে হয়। সন্তান না হওয়াসহ নানা কারণে ফেরদৌসীকে শারীরিক নির্যাতন করতেন তাঁর স্বামী। সর্বশেষ এক মাস আগে সাগর তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমকে মারধর করলে ফেরদৌসি রাগ করে বাবার বাড়িতে চলে যান। কয়েক দিন পর সাগর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে সাগরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আব্দুল্লাহ আল মাসুম আরও জানান, শ্বশুরবাড়িতে লাঞ্ছনার প্রতিবাদে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন সাগর। গতকাল বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা দড়ি স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হলে সেখানে লাশ ফেলে রেখে চলে যান।
এর আগে গতকাল বুধবার দুপুরে ধানখেতে ফেরদৌসির লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর-মরিচা গ্রামের সাগর আহম্মেদকে (২৪) আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের নানা শমসেস আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাগর আহম্মেদকে গ্রেপ্তার দেখানো হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ‘আমরা ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ড সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে