বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

মো. সৈকত। সে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। তাঁর এই পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সৈকতের বাবা হৃদ্রোগে মারা গেছেন। বাড়িতে বাবার লাশ রেখে সে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এতে সৈকতকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।
পরীক্ষায় সৈকতের অংশ নেওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী শাহ। তিনি বলেন, ‘সৈকত মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মৃত্যুবরণের পরেও সে আজ বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে।’
মো. সৈকত আজ সকালে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. শফিউল আলম সুরুজের ছেলে। সুরুজ মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের দুবারের সদস্য।
মোহাম্মদপুর ইউপির চেয়ারম্যান গোপাল দেব শর্মা বলেন, ‘৯ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য শফিউল আলম সুরুজ গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদ্রোগে নিজ বাসায় মারা যান। তাঁর জানাজা বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’
বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় ছেলে সৈকতকে সাধুবাদ জানান ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা। এ ছাড়া প্রতিবেশীরা মনোবল ধরে রেখে সামনের পরীক্ষাগুলোতে তাকে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা পরীক্ষার হলে খোঁজ-খবর নিয়ে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেই সঙ্গে সৈকতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

মো. সৈকত। সে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। তাঁর এই পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সৈকতের বাবা হৃদ্রোগে মারা গেছেন। বাড়িতে বাবার লাশ রেখে সে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এতে সৈকতকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।
পরীক্ষায় সৈকতের অংশ নেওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী শাহ। তিনি বলেন, ‘সৈকত মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মৃত্যুবরণের পরেও সে আজ বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে।’
মো. সৈকত আজ সকালে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. শফিউল আলম সুরুজের ছেলে। সুরুজ মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের দুবারের সদস্য।
মোহাম্মদপুর ইউপির চেয়ারম্যান গোপাল দেব শর্মা বলেন, ‘৯ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য শফিউল আলম সুরুজ গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদ্রোগে নিজ বাসায় মারা যান। তাঁর জানাজা বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’
বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় ছেলে সৈকতকে সাধুবাদ জানান ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা। এ ছাড়া প্রতিবেশীরা মনোবল ধরে রেখে সামনের পরীক্ষাগুলোতে তাকে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা পরীক্ষার হলে খোঁজ-খবর নিয়ে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেই সঙ্গে সৈকতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে