
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চলছে ভোট গ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চিত্র। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
দুপুর ১২টার দিকে কায়েমপুর উচ্চবিদ্যালয়, জোয়ার প্রাথমিক বিদ্যালয় ও খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বাড়ছে। স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে খুশি নারী ভোটাররা।
খামারপাড়া ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা আলেয়া খাতুনের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাইকিং শুনে নাতনির বায়না ভোটকেন্দ্র দেখতে যাবে, তাই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্র এসেছি। সেই সঙ্গে নিজের ভোটও দিলাম।’
ভোট দেওয়া শেষে মমতাজ বেগম নামে আরেক ভোটার বলেন, ‘আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।’
জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, চার ঘণ্টায় সাতটি বুথে ৫৭২টির মতো ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৫৮৪ জন। কাস্টিং ভোটের মধ্যে নারী ভোটার অর্ধেক।
জানা গেছে, খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫৭টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন ও নারী ৭২ হাজার ৭৮২ জন।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৬ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩১ মিনিট আগে