
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। কিন্তু অভিযুক্তের নাম উল্লেখসহ অভিযোগ দেওয়ার এক মাস পার হলেও, কাউকে আটক কিংবা ওই স্কুলছাত্রীকে উদ্ধারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।
শুধু তাই নয়, হাতীবান্ধা থানা আওতায় নওদাবাশ ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কমলের বিরুদ্ধে ২ হাজার টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে ভুক্তভোগী কিশোরীর বাবার।
অপহরণের শিকার স্কুলছাত্রীর নাম—ইশরাত জাহান হ্যাপি (১৪)। সে কেতকীবাড়ী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। হ্যাপি উপজেলার প্রাণনাথ পাটিকাপাড়া এলাকার আব্দুল হালিমের মেয়ে।
গত ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার প্রাননাথ পাটিকাপাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় মাজেদুল নামের এক যুবককে প্রধান আসামি করে আরও চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই স্কুলছাত্রীর বাবা আব্দুল হালিম।
অভিযুক্তরা হলেন—উপজেলার কেতকী বাড়ি পশ্চিম পাড়া এলাকার মাজেদুল ইসলামসহ (২২) তার পরিবারের তিন সদস্য।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীকে অভিযুক্ত মাজেদুল ইসলামের বাড়ির সামনে দিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। স্কুলে যাওয়া আসার পথে ওই শিক্ষার্থীকে প্রায় উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন ০ মাজেদুল। এমনকি বিয়ের প্রস্তাব দেন তিনি। ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে মাজেদুলকে সাবধান করেন শিক্ষার্থীর বাবা আব্দুল হালিম। এরই মধ্যে গত ৮ জুলাই সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় মাজেদুল।
এ দিকে এ ঘটনায় ৯ জুলাই বাবা আব্দুল হালিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্তের দায়িত্ব পান হাতীবান্ধা থানার উপপরিদর্শক কমল। তবে অভিযোগের ১ মাস পেড়িয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ওই শিক্ষার্থীর বাবা আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে প্রায় ১ মাস হলো বাড়িতে নাই। আমরা অভিযোগ করেছি। ১ মাস হয়ে গেল এতেও কোনো লাভ হয়নি। উল্টো আমার মেয়ের দোষ দেন ওই এসআই এবং ২ হাজার টাকাও নেন।’
ভুক্তভোগী শিক্ষার্থীর মা জোসনা বেগম বলেন, ‘১ মাস হলো আমার মেয়েকে দেখি না। আমরা একটি মেয়ে কোথায় আছে, কেমন আছে, জানি না। আজ অবদি একবারের জন্য কথাও হয়নি। আমি আমার মেয়েকে চাই।
এ বিষয়ে জানতে মাজেদুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ দিকে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) কমলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিচ্ছি।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে