ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার পুলিশ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ককটেল-বোমা বিস্ফোরণের ঘটনায় রমেশ চন্দ্র সেনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। এমনকি আত্মপক্ষ সমর্থন করে তিনি আদালতে কোনো বক্তব্যও দেননি। পুরোটা সময় রমেশ চন্দ্র সেন নিশ্চুপ ছিলেন।’
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮০০ থেকে ১০০০ জন শিক্ষার্থী ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান ফটকের সামনে রাস্তার ওপর শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। এ সময় আসামিরা শিক্ষার্থীদের ওপর বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পরে ককটেল-বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনের ভীতি সৃষ্টি করে পালিয়ে যায়।
মামলায় রমেশ চন্দ্র সেন ছাড়াও আসামি করা করা হয়–জেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্তসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের।
এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। সাবেক সংসদ রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮,২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য হিসেবে জয়ী হন।

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার পুলিশ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ককটেল-বোমা বিস্ফোরণের ঘটনায় রমেশ চন্দ্র সেনসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। এমনকি আত্মপক্ষ সমর্থন করে তিনি আদালতে কোনো বক্তব্যও দেননি। পুরোটা সময় রমেশ চন্দ্র সেন নিশ্চুপ ছিলেন।’
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮০০ থেকে ১০০০ জন শিক্ষার্থী ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান ফটকের সামনে রাস্তার ওপর শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। এ সময় আসামিরা শিক্ষার্থীদের ওপর বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পরে ককটেল-বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনের ভীতি সৃষ্টি করে পালিয়ে যায়।
মামলায় রমেশ চন্দ্র সেন ছাড়াও আসামি করা করা হয়–জেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্তসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের।
এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। সাবেক সংসদ রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮,২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য হিসেবে জয়ী হন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৬ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে