ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমেছে নদীর পানি। আজ সোমবার বিকেলে ধরলা নদীর পানি উপজেলার কিশামত শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি। নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি না নামায় ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা।
এদিকে পানিতে ৫০টি পুকুরের ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৯৫ হেক্টর ফসল। এমনকি দুটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন বলেন, বর্ষণ ও ঢলে এখন পর্যন্ত ৫০টি পুকুরের প্রায় ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, বন্যার কারণে মাঠে অবস্থিত ফসলের মধ্যে ৯৫ হেক্টর ফসল তলিয়ে গেছে। এর মধ্যে শাক-সবজি ১১ হেক্টর, আউশ ধান ২৩ হেক্টর, বীজতলা ৩০ হেক্টর, কলা ১০ হেক্টর এবং পাট ২১ হেক্টর। এর মধ্যে শাক-সবজি পুরোটাই নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে বাকি ফসলের ততটা ক্ষতি হবে না এমনটায় আশা প্রকাশ করেন এই কৃষি কর্মকর্তা।
উপজেলা শিক্ষা বিভাগ জানায়, উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রাপ্ত তথ্য মতে, চলতি বন্যায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৪১টি গ্রাম কোথাও সম্পূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে ১ হাজার ২৮০ জন মানুষ। এখন পর্যন্ত ৮০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এখন পর্যন্ত বন্যার্তদের জন্য ৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমেছে নদীর পানি। আজ সোমবার বিকেলে ধরলা নদীর পানি উপজেলার কিশামত শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি। নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি না নামায় ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা।
এদিকে পানিতে ৫০টি পুকুরের ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৯৫ হেক্টর ফসল। এমনকি দুটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন বলেন, বর্ষণ ও ঢলে এখন পর্যন্ত ৫০টি পুকুরের প্রায় ২০ মেট্রিকটন মাছ ভেসে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, বন্যার কারণে মাঠে অবস্থিত ফসলের মধ্যে ৯৫ হেক্টর ফসল তলিয়ে গেছে। এর মধ্যে শাক-সবজি ১১ হেক্টর, আউশ ধান ২৩ হেক্টর, বীজতলা ৩০ হেক্টর, কলা ১০ হেক্টর এবং পাট ২১ হেক্টর। এর মধ্যে শাক-সবজি পুরোটাই নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে বাকি ফসলের ততটা ক্ষতি হবে না এমনটায় আশা প্রকাশ করেন এই কৃষি কর্মকর্তা।
উপজেলা শিক্ষা বিভাগ জানায়, উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রাপ্ত তথ্য মতে, চলতি বন্যায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৪১টি গ্রাম কোথাও সম্পূর্ণ কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে ১ হাজার ২৮০ জন মানুষ। এখন পর্যন্ত ৮০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এখন পর্যন্ত বন্যার্তদের জন্য ৬ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২০ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে