
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘না ভোট দেবেন। “হ্যাঁ” ভোট দিলে মুন্সিরা (মৌলভিরা) জয়যুক্ত হবে।’ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রচারণা চালাতে গিয়ে এসব কথা বলেন। তাঁর এমন প্রচারণার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিএনপি নেতা এমদাদুল হক মুকুল উপজেলার ছিনাই ইউনিয়নের বাসিন্দা। তিনি নিজে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি দাবি করেন বিষয়টি ‘স্লিপ অব টাং’ (মুখ ফসকে বলা) হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ছিনাই ইউনিয়নে হিন্দুধর্মাবলম্বী ভোটারদের মাঝে প্রচারণা চালানোর সময় বিএনপি নেতা মুকুল ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা নিজ দলের প্রতীক ‘ধানের শীষের’ পক্ষে এবং গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালান। এ সময় তাঁরা হ্যাঁ ভোট দিলে কী হবে এবং না ভোট দিলে কী হবে তা নিয়ে ভোটারদের বোঝানোর চেষ্টা করেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মুকুল উপস্থিত নারী ভোটারদের বলছেন, ‘আরেকটা ব্যালট দিবে হ্যাঁ আর না মার্কা। সেখানে না ভোট দিবেন। হ্যাঁতে দিলে মুন্সিরঘরে জয়যুক্ত হইবে। হ্যাঁতে দেওয়া যাবে না। আমরা না ভোট দিব।’
এ সময় তাঁর পাশে থাকা যুবদল নেতা রোকন বলেন, ‘ওইটা (গণভোট) হইবে ‘না’ আর ‘ধানের শীষ’।
ভিডিও ধারণকারী উপস্থিত অজ্ঞাতপরিচয় বিএনপিকর্মী এ সময় বলেন, ‘না ভোট হইলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।’
এরপর বিএনপি নেতা মুকুল আরও বলেন, ‘হ্যাঁ ভোট দিলে মুন্সিরঘর একাত্তর শ্যাষ করি দিবে। মানে একাত্তর বাদ দিবার চায় ওমরা (ওরা)।’
তাঁর কথার রেশ ধরে যুবদল নেতা রোকন উপস্থিত হিন্দু নারী ভোটারদের উদ্দেশে বলেন, ‘(না ভোট) মজিবরের শক্তি। সেই একাত্তরের মজিবরের কথা কন যে তোমরা! ওমারা একাত্তর ধরবার চায় না। এই কারণে না।’
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতা এমদাদুল হক মুকুল বলেন, ‘ধানের শীষের প্রচারণা চালনোর সময় ভুলে না ভোটের পক্ষে ভোট চাওয়া হয়েছে। প্রান্তিক লেভেলে কথা বলতে গিয়ে মুখ ফসকে এটা বলা হয়ে গেছে। এটা হাইলাইটস করার কিছু নাই। এ জন্য সরি।’
সংস্কার এবং হ্যাঁ ভোট প্রশ্নে এই বিএনপি নেতা বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হ্যাঁ ভোটের পক্ষে। আমরাও সংস্কার এবং হ্যাঁ ভোটের পক্ষে। ওটা আসলে আমার সাথে থাকা লোকজন ভুলে বলে ফেলছে। আর ভিডিওটা কিন্তু আমাদের লোকই করেছে। সে রকম কিছু হলে তো ভিডিও করত না।’
এ নিয়ে রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, ‘ওনাদের মতো দায়িত্বশীল সংগঠনের নেতৃবৃন্দের মুখে এমন প্রচারণা সত্যিই দুঃখজনক। আপনি হ্যাঁ বা না-এর পক্ষে থাকলে সেটা মানুষকে পরিষ্কার করে বোঝাতে হবে। কিন্তু আপনি যদি বলেন—“না ভোট দিলে মুজিব ফিরে আসবে, আর হ্যাঁ দিলে মুন্সিরা জয়ী হবে”, এটা আসলে মূর্খতার পরিচয়। তাদের মতো আদর্শিক দলের সাথে এটা যায় না।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ। আজ শনিবার সকালে বিএনপি প্রার্থীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি লাইভ ভিডিওতে আব্দুল মঈদকে প্রচারণা চালাতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
শেরপুরে ট্রাকভর্তি ৫০টি বস্তায় পাওয়া গেছে ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ। এ সময় তিনজনকে আটক করেছে র্যাব-১৪। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন মাহমুদ।
২ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে যমুনা গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েক জন পুলিশ ও শ্রমিক আহত হয়েছে। পরে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। আহত পুলিশ ও শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে