পীরগাছা (রংপুর) প্রতিনিধি

তীব্র শীতেও দফায় দফায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং চলছে রংপুরের পীরগাছায়। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকলেও বেড়েছে লোডশেডিং। কয়েক দিন ধরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে বোরো আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা এমন হয়েছে যে, বিদ্যুৎ অফিসেও ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে।
পল্লী বিদ্যুতের পীরগাছা বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের মোট গ্রাহক রয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। এর মধ্যে আবাসিক ৮০ হাজার ২৪৩, বাণিজ্যিক ৪ হাজার ৮২১ এবং সেচ গ্রাহক রয়েছেন ২ হাজার ১৩০ জন। আর ১ হাজার ৭৮৩ জন গ্রাহক রয়েছেন কল-কারখানা, স্কুল-কলেজ ও দাতব্য প্রতিষ্ঠানের।
প্রতিদিন এসব গ্রাহকের বিপরীতে দিনে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৯ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে ১৩ মেগাওয়াট। ফলে প্রতিদিন ৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা সাব-স্টেশন।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসে গিয়ে দেখা গেছে, লোডশেডিংয়ের কবলে পড়ে জেনারেটর চালানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ২০-২২ বার লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই ছিল।
স্থানীয় বাসিন্দা ফারুখ হোসেন ও আব্দুর রশিদ বলেন, ‘চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতেই যেভাবে লোডশেডিং হচ্ছে তা আগের রেকর্ড ছাড়িয়েছে। বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। একনাগাড়ে এক ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আমরা সেচ পাম্প নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’
উপজেলার কান্দি ইউনিয়নের বাসিন্দা মোরশেদ সরকার, লাবলু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের মাত্রা শহরের চেয়ে গ্রামে বেশি। গত কয়েক দিন থেকে দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। শীত মৌসুমে এমন লোডশেডিং আগে কখনো দেখিনি।’
উপজেলা সদরের সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজু মিয়া বলেন, ‘গরমের সময়ে তীব্র লোডশেডিংয়ের কারণে ব্যবসায় একেবারে মন্দা ছিল। এখন শীত মৌসুমেও লোডশেডিং চলছে। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এ কারণে কোনো কাজ করতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোজাম্মেল হক বলেন, ‘চাহিদার চেয়ে বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। উৎপাদন কম থাকায় বরাদ্দ কম বলে জানতে পেরেছি।’

তীব্র শীতেও দফায় দফায় বিদ্যুতের অসহনীয় লোডশেডিং চলছে রংপুরের পীরগাছায়। শীতে বিদ্যুতের চাহিদা কম থাকলেও বেড়েছে লোডশেডিং। কয়েক দিন ধরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে বোরো আবাদ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থা এমন হয়েছে যে, বিদ্যুৎ অফিসেও ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে।
পল্লী বিদ্যুতের পীরগাছা বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুতের মোট গ্রাহক রয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। এর মধ্যে আবাসিক ৮০ হাজার ২৪৩, বাণিজ্যিক ৪ হাজার ৮২১ এবং সেচ গ্রাহক রয়েছেন ২ হাজার ১৩০ জন। আর ১ হাজার ৭৮৩ জন গ্রাহক রয়েছেন কল-কারখানা, স্কুল-কলেজ ও দাতব্য প্রতিষ্ঠানের।
প্রতিদিন এসব গ্রাহকের বিপরীতে দিনে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৯ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে ১৩ মেগাওয়াট। ফলে প্রতিদিন ৬ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং করছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা সাব-স্টেশন।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসে গিয়ে দেখা গেছে, লোডশেডিংয়ের কবলে পড়ে জেনারেটর চালানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ২০-২২ বার লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই ছিল।
স্থানীয় বাসিন্দা ফারুখ হোসেন ও আব্দুর রশিদ বলেন, ‘চলতি ইরি-বোরো মৌসুমের শুরুতেই যেভাবে লোডশেডিং হচ্ছে তা আগের রেকর্ড ছাড়িয়েছে। বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। একনাগাড়ে এক ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আমরা সেচ পাম্প নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’
উপজেলার কান্দি ইউনিয়নের বাসিন্দা মোরশেদ সরকার, লাবলু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের মাত্রা শহরের চেয়ে গ্রামে বেশি। গত কয়েক দিন থেকে দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। শীত মৌসুমে এমন লোডশেডিং আগে কখনো দেখিনি।’
উপজেলা সদরের সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজু মিয়া বলেন, ‘গরমের সময়ে তীব্র লোডশেডিংয়ের কারণে ব্যবসায় একেবারে মন্দা ছিল। এখন শীত মৌসুমেও লোডশেডিং চলছে। দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। এ কারণে কোনো কাজ করতে পারছি না।’
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগাছা বিভাগীয় অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোজাম্মেল হক বলেন, ‘চাহিদার চেয়ে বরাদ্দ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। উৎপাদন কম থাকায় বরাদ্দ কম বলে জানতে পেরেছি।’

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
৩১ মিনিট আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৮ ঘণ্টা আগে