ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে মো. মেহেদী হাসান নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন হাসপাতালের লোকজন। আজ বুধবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইসিজি ইউনিটে এই ঘটনা ঘটে। তিনি পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, দুপুরে এক যুবক জরুরি বিভাগের ইসিজি রুমে তালা ভেঙে প্রবেশ করে। এ সময় পাঁচ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার পথে শিশুটির চিৎকার-চেঁচামেচিতে হাসপাতালের লোকজন জড়ো হয়ে বাধা দেন। পরে ওই যুবক জরুরি বিভাগে গিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। এ সময় ডিউটিরত এক নারী চিকিৎসককে লক্ষ্য করে কাঠের চেয়ার ছুড়ে মারেন। তবে তিনি সরে যাওয়ায় চেয়ারটি তাঁর গায়ে পড়েনি। পরে চিকিৎসকের সামনে লাগানো গ্লাস ভাঙচুর করেন তিনি। এ সময় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।
হাসপাতালের ইসিজি ইউনিটের টেকনিশিয়ান শিশুটির মা সুমাইয়া আক্তার শিমু বলেন, ‘প্রতিদিন শিশুটিকে নিয়ে কর্মস্থলে আসি। অন্য কোনো ইউনিটে ইসিজি করতে গেলে শিশুকে ভেতরে রেখে বাইরে তালা দিয়ে যাই। আজ তাকে নাশতা খাইয়ে পাঁচতলায় ইসিজি করতে যাই। পরে রুমে এসে দেখি তালা ভাঙা। এ সময় কান্নাকাটি করলে আশপাশের লোকজন এসে শিশুকে উদ্ধারের ঘটনা জানান।’
জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়া ইসলাম বলেন, ‘ওই যুবক আকস্মিকভাবে রুমে ঢুকে চেয়ার ছুড়ে মারে। সরে দাঁড়ালে আঘাতপ্রাপ্ত হইনি। এ ঘটনার পর কিছুটা আতঙ্ক কাজ করছে।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, থানায় এনে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে মো. মেহেদী হাসান নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন হাসপাতালের লোকজন। আজ বুধবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইসিজি ইউনিটে এই ঘটনা ঘটে। তিনি পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, দুপুরে এক যুবক জরুরি বিভাগের ইসিজি রুমে তালা ভেঙে প্রবেশ করে। এ সময় পাঁচ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার পথে শিশুটির চিৎকার-চেঁচামেচিতে হাসপাতালের লোকজন জড়ো হয়ে বাধা দেন। পরে ওই যুবক জরুরি বিভাগে গিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। এ সময় ডিউটিরত এক নারী চিকিৎসককে লক্ষ্য করে কাঠের চেয়ার ছুড়ে মারেন। তবে তিনি সরে যাওয়ায় চেয়ারটি তাঁর গায়ে পড়েনি। পরে চিকিৎসকের সামনে লাগানো গ্লাস ভাঙচুর করেন তিনি। এ সময় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।
হাসপাতালের ইসিজি ইউনিটের টেকনিশিয়ান শিশুটির মা সুমাইয়া আক্তার শিমু বলেন, ‘প্রতিদিন শিশুটিকে নিয়ে কর্মস্থলে আসি। অন্য কোনো ইউনিটে ইসিজি করতে গেলে শিশুকে ভেতরে রেখে বাইরে তালা দিয়ে যাই। আজ তাকে নাশতা খাইয়ে পাঁচতলায় ইসিজি করতে যাই। পরে রুমে এসে দেখি তালা ভাঙা। এ সময় কান্নাকাটি করলে আশপাশের লোকজন এসে শিশুকে উদ্ধারের ঘটনা জানান।’
জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়া ইসলাম বলেন, ‘ওই যুবক আকস্মিকভাবে রুমে ঢুকে চেয়ার ছুড়ে মারে। সরে দাঁড়ালে আঘাতপ্রাপ্ত হইনি। এ ঘটনার পর কিছুটা আতঙ্ক কাজ করছে।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, থানায় এনে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে