হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় কাঁচামালের আড়ত থেকে প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা চুরির অভিযোগে লুৎফর রহমান লাদেনসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সারা দিন অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল, কাঁচি, মার্তুল ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত মনছুর উদ্দিনের ছেলে লুৎফর রহমান লাদেন (৫০), মোস্তফার ছেলে হৃদয় (২৫) ও সিংগীমারী এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে হাতেম আলী (৫০)।
জানা গেছে, উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বাণিজ্যালয় নামক কাঁচামাল আড়তের মালিক জাহেদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দোকানের ব্যবসায়িক হিসাব শেষ করে ক্যাশ টেবিলের ড্রয়ারে ২ লাখ ৩১ হাজার টাকা রেখে বাড়িতে যান। পরদিন সকালে আড়তের কর্মচারী শামীম আড়ত খুলে দেখতে পান যে ভেতরের টিনের বেড়া কাটা এবং ক্যাশ টেবিলের ড্রয়ার বের করা। এ সময় তিনি আড়তের মালিক জাহেদুলকে খবর দেন। তিনি এসে দেখেন ক্যাশ টেবিলের ড্রয়ারে রাখা ২ লাখ ৩১ হাজার টাকা নেই। পরে বিষয়টি থানায় অবগত করেন তিনি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, কাঁচামালের আড়তে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধায় কাঁচামালের আড়ত থেকে প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা চুরির অভিযোগে লুৎফর রহমান লাদেনসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সারা দিন অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল, কাঁচি, মার্তুল ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত মনছুর উদ্দিনের ছেলে লুৎফর রহমান লাদেন (৫০), মোস্তফার ছেলে হৃদয় (২৫) ও সিংগীমারী এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে হাতেম আলী (৫০)।
জানা গেছে, উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বাণিজ্যালয় নামক কাঁচামাল আড়তের মালিক জাহেদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দোকানের ব্যবসায়িক হিসাব শেষ করে ক্যাশ টেবিলের ড্রয়ারে ২ লাখ ৩১ হাজার টাকা রেখে বাড়িতে যান। পরদিন সকালে আড়তের কর্মচারী শামীম আড়ত খুলে দেখতে পান যে ভেতরের টিনের বেড়া কাটা এবং ক্যাশ টেবিলের ড্রয়ার বের করা। এ সময় তিনি আড়তের মালিক জাহেদুলকে খবর দেন। তিনি এসে দেখেন ক্যাশ টেবিলের ড্রয়ারে রাখা ২ লাখ ৩১ হাজার টাকা নেই। পরে বিষয়টি থানায় অবগত করেন তিনি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, কাঁচামালের আড়তে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২০ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে