ঠাকুরগাঁও প্রতিনিধি
যৌতুক নয়, ছিল খেজুর। হইচই নয়, ছিল কেবল দোয়া। ছিল না কোনো গান-বাজনার আয়োজন। বিয়ে পড়ানো হলো মসজিদের পবিত্র পরিবেশে। আজ সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের শিয়ালখাদা গ্রামে এক যুগলের এমন ব্যতিক্রমী বিয়ে হয়। তাঁদের এই বিয়ে নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
পাত্র আশরাফুল ইসলাম শিবগঞ্জ এলাকার গাঙ্গোর গ্রামের সোহরাব আলীর ছেলে। পাত্রীর নাম মাহফুজা আক্তার শিয়ালখাদারই মুসলিম উদ্দিনের মেয়ে।
বিয়েতে ছিল না সাজসজ্জার বাহুল্য। ছিল না গায়েহলুদ। ছিল না বড় কোনো মঞ্চ। ছিল কেবল আন্তরিকতা, সরলতা আর একটা উদাহরণ গড়ে তোলার অদম্য ইচ্ছা।
বিয়েটি হয় শিয়ালখাদা কেন্দ্রীয় মসজিদে। কাজি ছিলেন সাতোর ইউনিয়নের আবুল বাশার। মোহরানা ধার্য হয় ৪০ হাজার টাকা। পাত্র আশরাফুলের পক্ষ থেকে প্রতীকী উপহার হিসেবে উন্নতমানের খেজুরও দেওয়া হয়। বিয়েতে দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনসহ ৯০–১০০ জন উপস্থিত ছিলেন। বিয়ের পর অতিথিদের জন্য ছিল মিষ্টি বিতরণ ও মোনাজাত।
৩২ বছর বয়সী আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়েকে একটা সামাজিক উৎসবের বাইরে এনে আমি চেয়েছি এটাকে বরকতের একটি অনুষ্ঠান বানাতে। যৌতুক, সাজসজ্জা, এসব আমার পছন্দ নয়। আমি চেয়েছিলাম, আমার বিয়ে যেন অন্যদের জন্য একটি বার্তা হয়। আল্লাহর কাছে শুকরিয়া, সেটা হয়েছে।’
বিয়ে পড়ানো কাজি আবুল বাশার বলেন, ‘আমি ৩০ বছর ধরে বিয়ে পড়াই। কিন্তু এমন শান্তিপূর্ণ ও সাদামাটা বিয়ে খুব কমই দেখি। আশরাফুল সাহেব নিজের ইচ্ছাতেই খেজুর উপহার দেন। ইসলামি আদর্শে যে বিয়ে কীভাবে হয়, এটা তার একটি অনুকরণীয় দৃষ্টান্ত।’
বিয়েতে উপস্থিত ছিলেন শিয়ালখাদার সমাজকর্মী রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজকাল যেখানে বিয়ে মানেই লাখ লাখ টাকা খরচ। সেখানে আশরাফুল ভাইয়ের মতো একজন যদি এমন বিয়ে করতে পারেন, তবে এটা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—চাইলেই সাদামাটা বিয়ে করা যায়।’
স্থানীয় স্কুলশিক্ষক সাহিদা খাতুন বলেন, ‘যৌতুক ছাড়াই বিয়ে, এই বার্তাটা আমাদের সমাজে খুব প্রয়োজন। এমন বিয়ে যেন আরও হয়। আমি এই বিয়েতে এসে কাঁদছিলাম–ভালো লাগায়, আবেগে।’
যৌতুক নয়, ছিল খেজুর। হইচই নয়, ছিল কেবল দোয়া। ছিল না কোনো গান-বাজনার আয়োজন। বিয়ে পড়ানো হলো মসজিদের পবিত্র পরিবেশে। আজ সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের শিয়ালখাদা গ্রামে এক যুগলের এমন ব্যতিক্রমী বিয়ে হয়। তাঁদের এই বিয়ে নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
পাত্র আশরাফুল ইসলাম শিবগঞ্জ এলাকার গাঙ্গোর গ্রামের সোহরাব আলীর ছেলে। পাত্রীর নাম মাহফুজা আক্তার শিয়ালখাদারই মুসলিম উদ্দিনের মেয়ে।
বিয়েতে ছিল না সাজসজ্জার বাহুল্য। ছিল না গায়েহলুদ। ছিল না বড় কোনো মঞ্চ। ছিল কেবল আন্তরিকতা, সরলতা আর একটা উদাহরণ গড়ে তোলার অদম্য ইচ্ছা।
বিয়েটি হয় শিয়ালখাদা কেন্দ্রীয় মসজিদে। কাজি ছিলেন সাতোর ইউনিয়নের আবুল বাশার। মোহরানা ধার্য হয় ৪০ হাজার টাকা। পাত্র আশরাফুলের পক্ষ থেকে প্রতীকী উপহার হিসেবে উন্নতমানের খেজুরও দেওয়া হয়। বিয়েতে দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনসহ ৯০–১০০ জন উপস্থিত ছিলেন। বিয়ের পর অতিথিদের জন্য ছিল মিষ্টি বিতরণ ও মোনাজাত।
৩২ বছর বয়সী আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়েকে একটা সামাজিক উৎসবের বাইরে এনে আমি চেয়েছি এটাকে বরকতের একটি অনুষ্ঠান বানাতে। যৌতুক, সাজসজ্জা, এসব আমার পছন্দ নয়। আমি চেয়েছিলাম, আমার বিয়ে যেন অন্যদের জন্য একটি বার্তা হয়। আল্লাহর কাছে শুকরিয়া, সেটা হয়েছে।’
বিয়ে পড়ানো কাজি আবুল বাশার বলেন, ‘আমি ৩০ বছর ধরে বিয়ে পড়াই। কিন্তু এমন শান্তিপূর্ণ ও সাদামাটা বিয়ে খুব কমই দেখি। আশরাফুল সাহেব নিজের ইচ্ছাতেই খেজুর উপহার দেন। ইসলামি আদর্শে যে বিয়ে কীভাবে হয়, এটা তার একটি অনুকরণীয় দৃষ্টান্ত।’
বিয়েতে উপস্থিত ছিলেন শিয়ালখাদার সমাজকর্মী রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজকাল যেখানে বিয়ে মানেই লাখ লাখ টাকা খরচ। সেখানে আশরাফুল ভাইয়ের মতো একজন যদি এমন বিয়ে করতে পারেন, তবে এটা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—চাইলেই সাদামাটা বিয়ে করা যায়।’
স্থানীয় স্কুলশিক্ষক সাহিদা খাতুন বলেন, ‘যৌতুক ছাড়াই বিয়ে, এই বার্তাটা আমাদের সমাজে খুব প্রয়োজন। এমন বিয়ে যেন আরও হয়। আমি এই বিয়েতে এসে কাঁদছিলাম–ভালো লাগায়, আবেগে।’
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান সুজন খান (৪৮) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক সুজন খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।
১৩ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্য প্রাণীদের নিরাপদে বিচরণের জন্য ২০২৩ সালে ট্রেন ও সড়কপথে যানবাহনের গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ করে কর্তৃপক্ষ। তবে সেই নির্দেশনা শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ। কেউই তা মেনে চলছে না।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ‘অঙ্কুরেই বিনষ্ট’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে প্রথম কিস্তিতে গাইবান্ধা সদর উপজেলায় ২টি প্রদর্শনী প্রকল্পে ৭ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ
৫ ঘণ্টা আগেনগদ টাকার সঙ্গে ঘুষ হিসেবে ঘুমানোর জন্য খাট নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা তালুকদারের বিরুদ্ধে। এ ছাড়া ঘুষ আদায় করতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে তৈরি করেছেন সিন্ডিকেট।
৫ ঘণ্টা আগে