আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজ খেলা শুরু করে শেষ করতে পারব না। খেলা তো হবে, মজাদার খেলা হবে। সময় বেশি নেই, ডিসেম্বরে ফাইনাল খেলা। আপনারা প্রস্তুত আছেন। বিএনপির এক দফা খাদে পড়ে গেছে।’
আজ বুধবার রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে আরও বলেন, ‘খাদে পড়া দলের বাস্তবায়ন হবে না। গোলাপবাগে গরুর হাটে কোমর একবার ভেঙেছে। এবার সোহরাওয়ার্দী গিয়ে পথের মধ্যে হাঁটু ভেঙে গেছে। তাদের প্রধান নেতা কে? তারেক রহমান। সে কি ইলেকশন করতে পারবে? ২০ বছরের সাজা, অর্থ পাচারের অপরাধে বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছে, সেই হলো তারেক রহমান।’
কাদের আরও বলেন, ‘বিএনপির আরেক নেতা কে খালেদা জিয়া। তার নির্বাচন করার যোগ্যতা নেই। এতিমের টাকা দুর্নীতি করেছেন। তাদের নেতাও শেষ, দেশনেত্রীও শেষ। আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা।’
সভায় জনসাধারণের উপস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে উত্তরবঙ্গের যত নদী। করতোয়া নদী, তিস্তা নদী, ধরলা নদী, কুড়িগ্রামের ১৬টি নদী। সব নদীর পানি চলে এসেছে ঢলের মতো রংপুর শহরে। নেত্রী আমি আপনার সব সমাবেশে মফস্বলে ছিলাম। বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, সম্প্রতিকালে মনে হয় আমরা যারা তাঁর সঙ্গে এসেছি, এটাই হলো স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ।’
ওবায়দুল কাদের বলেন, এই দেশ নুরল দিনের দেশ। ভবানী পাঠক, দেবী চৌধুরানীর দেশ। এই দেশ তিতুমীরের দেশ, সিধু লাল, কানু লালের দেশ। ক্ষুধিরামের দেশ, সিপাহি বিদ্রোহের দেশ। স্বাধীনতার সূচনা এই উত্তরবঙ্গে। কিন্তু স্বাধীনতা কেউ দিতে পারেনি। উত্তরবঙ্গে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার বীর সন্তানেরা স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিল। আর তার সমাপ্তি করেছিল টুঙ্গিপাড়ার এক মায়ের সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘তিস্তা পাবেন। গঙ্গায় পানি আমরা যার নেতৃত্বে পেয়েছি, তাঁর নেতৃত্বে তিস্তা নদীর পানির ভাগও আমরা পাব। ধৈর্য ধরেন আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে