রংপুর প্রতিনিধি

অসহায় বলে এক নারী রংপুর নগরীর তপোধন এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়ে চার শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটার পর পুলিশ অভিযান চালিয়ে রাত ১১টার দিকে রংপুর রেলস্টেশন থেকে ওই নারীকে আটকসহ অপহৃত চার শিশুকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই নারী এক পরিবারে আশ্রয় নেন এবং তাদের সঙ্গে ইফতারও করেন। ইফতার শেষে পরিবারের সদস্যরা নামাজে ব্যস্ত হলে কৌশলে ওই নারী চার শিশুকে নিয়ে পালিয়ে যান। শিশুগুলোর মধ্যে তপোধন এলাকার মমিনুরের ছেলে ইসমাইল (৭), মেয়ে মিনু (১২), আকিফুলের মেয়ে আঁখি মনি (১১) এবং মকবুলের ছেলে রিফাত (৮) ছিল।
পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই ওই নারীকে আটকসহ চার শিশুকে উদ্ধার করে।
এ বিষয়ে এক শিশুর অভিভাবক আকিফুল ইসলাম বলেন, ‘অসহায় বলে ওই নারী আমাদের বাড়িতে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা বিপদ হতে পারত। আল্লাহর রহমত ছিল যে বাচ্চাগুলো উদ্ধার হয়েছে। আমরা এই নারীর সর্বোচ্চ শাস্তি দাবি করি।’
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ওই নারী দ্বিতীয় বিয়ে করে কিছু দিন আগে তপোধন এলাকায় চলে আসেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি এক পরিবারের চার শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। ওই নারীকে আটক করার পাশাপাশি চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অসহায় বলে এক নারী রংপুর নগরীর তপোধন এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়ে চার শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটার পর পুলিশ অভিযান চালিয়ে রাত ১১টার দিকে রংপুর রেলস্টেশন থেকে ওই নারীকে আটকসহ অপহৃত চার শিশুকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই নারী এক পরিবারে আশ্রয় নেন এবং তাদের সঙ্গে ইফতারও করেন। ইফতার শেষে পরিবারের সদস্যরা নামাজে ব্যস্ত হলে কৌশলে ওই নারী চার শিশুকে নিয়ে পালিয়ে যান। শিশুগুলোর মধ্যে তপোধন এলাকার মমিনুরের ছেলে ইসমাইল (৭), মেয়ে মিনু (১২), আকিফুলের মেয়ে আঁখি মনি (১১) এবং মকবুলের ছেলে রিফাত (৮) ছিল।
পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই ওই নারীকে আটকসহ চার শিশুকে উদ্ধার করে।
এ বিষয়ে এক শিশুর অভিভাবক আকিফুল ইসলাম বলেন, ‘অসহায় বলে ওই নারী আমাদের বাড়িতে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা বিপদ হতে পারত। আল্লাহর রহমত ছিল যে বাচ্চাগুলো উদ্ধার হয়েছে। আমরা এই নারীর সর্বোচ্চ শাস্তি দাবি করি।’
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ওই নারী দ্বিতীয় বিয়ে করে কিছু দিন আগে তপোধন এলাকায় চলে আসেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি এক পরিবারের চার শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। ওই নারীকে আটক করার পাশাপাশি চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৩৩ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে