রংপুর প্রতিনিধি

অসহায় বলে এক নারী রংপুর নগরীর তপোধন এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়ে চার শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটার পর পুলিশ অভিযান চালিয়ে রাত ১১টার দিকে রংপুর রেলস্টেশন থেকে ওই নারীকে আটকসহ অপহৃত চার শিশুকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই নারী এক পরিবারে আশ্রয় নেন এবং তাদের সঙ্গে ইফতারও করেন। ইফতার শেষে পরিবারের সদস্যরা নামাজে ব্যস্ত হলে কৌশলে ওই নারী চার শিশুকে নিয়ে পালিয়ে যান। শিশুগুলোর মধ্যে তপোধন এলাকার মমিনুরের ছেলে ইসমাইল (৭), মেয়ে মিনু (১২), আকিফুলের মেয়ে আঁখি মনি (১১) এবং মকবুলের ছেলে রিফাত (৮) ছিল।
পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই ওই নারীকে আটকসহ চার শিশুকে উদ্ধার করে।
এ বিষয়ে এক শিশুর অভিভাবক আকিফুল ইসলাম বলেন, ‘অসহায় বলে ওই নারী আমাদের বাড়িতে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা বিপদ হতে পারত। আল্লাহর রহমত ছিল যে বাচ্চাগুলো উদ্ধার হয়েছে। আমরা এই নারীর সর্বোচ্চ শাস্তি দাবি করি।’
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ওই নারী দ্বিতীয় বিয়ে করে কিছু দিন আগে তপোধন এলাকায় চলে আসেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি এক পরিবারের চার শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। ওই নারীকে আটক করার পাশাপাশি চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অসহায় বলে এক নারী রংপুর নগরীর তপোধন এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়ে চার শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টা করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটার পর পুলিশ অভিযান চালিয়ে রাত ১১টার দিকে রংপুর রেলস্টেশন থেকে ওই নারীকে আটকসহ অপহৃত চার শিশুকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই নারী এক পরিবারে আশ্রয় নেন এবং তাদের সঙ্গে ইফতারও করেন। ইফতার শেষে পরিবারের সদস্যরা নামাজে ব্যস্ত হলে কৌশলে ওই নারী চার শিশুকে নিয়ে পালিয়ে যান। শিশুগুলোর মধ্যে তপোধন এলাকার মমিনুরের ছেলে ইসমাইল (৭), মেয়ে মিনু (১২), আকিফুলের মেয়ে আঁখি মনি (১১) এবং মকবুলের ছেলে রিফাত (৮) ছিল।
পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই ওই নারীকে আটকসহ চার শিশুকে উদ্ধার করে।
এ বিষয়ে এক শিশুর অভিভাবক আকিফুল ইসলাম বলেন, ‘অসহায় বলে ওই নারী আমাদের বাড়িতে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা বিপদ হতে পারত। আল্লাহর রহমত ছিল যে বাচ্চাগুলো উদ্ধার হয়েছে। আমরা এই নারীর সর্বোচ্চ শাস্তি দাবি করি।’
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ওই নারী দ্বিতীয় বিয়ে করে কিছু দিন আগে তপোধন এলাকায় চলে আসেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি এক পরিবারের চার শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। ওই নারীকে আটক করার পাশাপাশি চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
২ ঘণ্টা আগে