তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর)

তিস্তার বুক এখন প্রায় পানিশূন্য। এক সময়ের প্রমত্তা তিস্তায় এখন যেন ধু ধু বালুচর। নাব্য হারিয়ে তিস্তা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। দুই তীরের মানুষ পায়ে হেঁটেই তিস্তা পার হচ্ছেন। তিস্তার বুকে জেগে ওঠা বালুচরেই কৃষকেরা ফলাচ্ছেন নানা রকম ফসল। ফলে তিস্তা নদীর চর এখন কৃষকের ফসলের মাঠে পরিণত হয়েছে।
নদীতে পানি না থাকায় ২ হাজার জেলেও এখন বেকার। কেউ কেউ পেশা বদল করে অন্য পেশায় গেলেও বাকিরা এখনো চেয়ে আছে তিস্তার দিকে।
সরেজমিনে পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা পাড়ে গিয়ে দেখা গেছে, নদীতে পানি নেই। মাঝ নদীতে হাটুজল পানি। অল্প পানিতে নৌকাও চলছে না। এ ছাড়াও তিস্তা নদীর শাখা-প্রশাখাগুলো শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। মানুষ পায়ে হেঁটেই পার হচ্ছেন। নদীর বুকে জেগে ওঠা বালুচরে শাক-সবজিসহ ফসলে ভরা। এ যেন এক সবুজের সমারোহ।
শিবদের চর এলাকার কৃষক আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, আগে নদীতে পানি ছিল। নৌকা চালিয়ে ও মাছ ধরে সংসার চালাতাম। এখন নদীতে পানি নেই, মাছও নেই। তাই জেগে ওঠা বালু চরে বাদাম, রসুন, পেঁয়াজ, শাক-সবজিসহ নানা রকম ফসল আবাদ করছি। বর্তমানে তিস্তা পাড়ের হাজারো মানুষের চলছে চরম দুর্দিন।’
নৌ শ্রমিক মহুবর রহমান বলেন, ‘নদী মরে গেছে। তাই বাপ-দাদার পেশা বদল করে অন্য পেশায় জড়িয়ে পড়েছি। বর্তমানে তিস্তা নদীর চরাঞ্চলে কৃষি কাজ চলছে পুরোদমে। পানি না থাকায় অনেক কৃষক শ্যালো মেশিনে সেচ দিয়ে বালুচরে কৃষিকাজ করছে। তাই খরচ বেশি হচ্ছে। এতে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিস্তা নদী বেষ্টিত এ অঞ্চলের মানুষ এখনো চেয়ে আছে পানির অপেক্ষায়।

তিস্তার বুক এখন প্রায় পানিশূন্য। এক সময়ের প্রমত্তা তিস্তায় এখন যেন ধু ধু বালুচর। নাব্য হারিয়ে তিস্তা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। দুই তীরের মানুষ পায়ে হেঁটেই তিস্তা পার হচ্ছেন। তিস্তার বুকে জেগে ওঠা বালুচরেই কৃষকেরা ফলাচ্ছেন নানা রকম ফসল। ফলে তিস্তা নদীর চর এখন কৃষকের ফসলের মাঠে পরিণত হয়েছে।
নদীতে পানি না থাকায় ২ হাজার জেলেও এখন বেকার। কেউ কেউ পেশা বদল করে অন্য পেশায় গেলেও বাকিরা এখনো চেয়ে আছে তিস্তার দিকে।
সরেজমিনে পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা পাড়ে গিয়ে দেখা গেছে, নদীতে পানি নেই। মাঝ নদীতে হাটুজল পানি। অল্প পানিতে নৌকাও চলছে না। এ ছাড়াও তিস্তা নদীর শাখা-প্রশাখাগুলো শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। মানুষ পায়ে হেঁটেই পার হচ্ছেন। নদীর বুকে জেগে ওঠা বালুচরে শাক-সবজিসহ ফসলে ভরা। এ যেন এক সবুজের সমারোহ।
শিবদের চর এলাকার কৃষক আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, আগে নদীতে পানি ছিল। নৌকা চালিয়ে ও মাছ ধরে সংসার চালাতাম। এখন নদীতে পানি নেই, মাছও নেই। তাই জেগে ওঠা বালু চরে বাদাম, রসুন, পেঁয়াজ, শাক-সবজিসহ নানা রকম ফসল আবাদ করছি। বর্তমানে তিস্তা পাড়ের হাজারো মানুষের চলছে চরম দুর্দিন।’
নৌ শ্রমিক মহুবর রহমান বলেন, ‘নদী মরে গেছে। তাই বাপ-দাদার পেশা বদল করে অন্য পেশায় জড়িয়ে পড়েছি। বর্তমানে তিস্তা নদীর চরাঞ্চলে কৃষি কাজ চলছে পুরোদমে। পানি না থাকায় অনেক কৃষক শ্যালো মেশিনে সেচ দিয়ে বালুচরে কৃষিকাজ করছে। তাই খরচ বেশি হচ্ছে। এতে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিস্তা নদী বেষ্টিত এ অঞ্চলের মানুষ এখনো চেয়ে আছে পানির অপেক্ষায়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১০ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৫ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩১ মিনিট আগে