
দিনাজপুরের পার্বতীপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মিলন (২৫) নামে পিকআপের একজন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম (২০) ও দেলোয়ার হোসেন (২২)। আহতেরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মিলন পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, একটি পিকআপ দুপুর ১টার দিকে হাবড়া থেকে ঝাউপাড়া গ্রামের দিকে যাচ্ছিল। এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ই-১৭১ নম্বর লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পিকআপটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুমড়ে মুচড়ে গিয়ে ২০ মিটার দুরে ছিটকে পড়ে পিকআপ। এতে ঘটনাস্থলেই মিলন নামের ওই যুবকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম ও দেলোয়ার হোসেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ছাড়া, এই লেভেল ক্রসিংটি অরক্ষিত থাকে বলে জানান স্থানীয়রা।
পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ শনাক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৫ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৫ মিনিট আগে