দিনাজপুর প্রতিনিধি

নিখোঁজের ১২ ঘণ্টা পর দিনাজপুরের বোচাগঞ্জে ধানখেত থেকে এক পুরোহিতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের উপরপড়ি বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পুরোহিতের নাম গণেশ ভূট্টাচার্য। তিনি ওই এলাকার দীনেশ ভূট্টাচার্যের ছেলে। নিহতের কপাল, হাত, পাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসীর ধারণা, কেউ তাকে হত্যা করে রেখে পালিয়ে গেছে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল হুদা, এএসপি (কাহারোল সার্কেল) মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গণেশ ভূট্টাচার্য (২৫) গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে অন্য দিনের মতো পার্শ্ববর্তী বাজারের উদ্দেশ্যে বের হয়। গভীর রাত পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজা-খুঁজি শুরু করেন। সারা রাত তারা খুঁজলেও গণেশকে পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকালে এলাকাবাসী মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানখেতে গণেশের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জানান, ‘লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

নিখোঁজের ১২ ঘণ্টা পর দিনাজপুরের বোচাগঞ্জে ধানখেত থেকে এক পুরোহিতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের উপরপড়ি বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পুরোহিতের নাম গণেশ ভূট্টাচার্য। তিনি ওই এলাকার দীনেশ ভূট্টাচার্যের ছেলে। নিহতের কপাল, হাত, পাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসীর ধারণা, কেউ তাকে হত্যা করে রেখে পালিয়ে গেছে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল হুদা, এএসপি (কাহারোল সার্কেল) মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গণেশ ভূট্টাচার্য (২৫) গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে অন্য দিনের মতো পার্শ্ববর্তী বাজারের উদ্দেশ্যে বের হয়। গভীর রাত পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজা-খুঁজি শুরু করেন। সারা রাত তারা খুঁজলেও গণেশকে পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকালে এলাকাবাসী মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানখেতে গণেশের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জানান, ‘লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪০ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে