উত্তরা (ঢাকা) প্রতিবেদক

রংপুরে বদরগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মো. আরিফুল ইসলাম (১৯) নামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে রংপুরের বদরগঞ্জের বুধবার (২০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ওই জঙ্গিকে গ্রেপ্তার করে এটিইউ। গ্রেপ্তার হওয়া ওই জঙ্গি সদস্য হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আবুল কালামের ছেলে তিনি।
এটিইউ এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, গত ২০ সেপ্টেম্বর এটিইউর একটি দল জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর মো. মুজাহিদুল ইসলাম (১৯) ও সাকির আহমদ (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা, উগ্রবাদী কাজে ব্যবহৃত মোবাইল সেট এবং সিমকার্ড জব্দ করা হয়। ওই ঘটনায় করা মামলার তিন নম্বর আসামি গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলাম।
মাহফুজুল আলম রাসেল আরও বলেন, আরিফুল ইসলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দীন রাহমানির উগ্রবাদী বক্তব্য, অডিও—ভিডিও লাইক, শেয়ার ও বিভিন্নভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাত। আরিফুল ইসলাম ও তাঁর অন্যান্য সহযোগীরা সাইবার স্পেস ব্যবহার করে সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চারসহ জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
মাহফুজুল আলম রাসেল বলেন, আরিফুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা উৎখাত করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করে আসছিল।

রংপুরে বদরগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মো. আরিফুল ইসলাম (১৯) নামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে রংপুরের বদরগঞ্জের বুধবার (২০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ওই জঙ্গিকে গ্রেপ্তার করে এটিইউ। গ্রেপ্তার হওয়া ওই জঙ্গি সদস্য হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আবুল কালামের ছেলে তিনি।
এটিইউ এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, গত ২০ সেপ্টেম্বর এটিইউর একটি দল জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর মো. মুজাহিদুল ইসলাম (১৯) ও সাকির আহমদ (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা, উগ্রবাদী কাজে ব্যবহৃত মোবাইল সেট এবং সিমকার্ড জব্দ করা হয়। ওই ঘটনায় করা মামলার তিন নম্বর আসামি গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলাম।
মাহফুজুল আলম রাসেল আরও বলেন, আরিফুল ইসলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দীন রাহমানির উগ্রবাদী বক্তব্য, অডিও—ভিডিও লাইক, শেয়ার ও বিভিন্নভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাত। আরিফুল ইসলাম ও তাঁর অন্যান্য সহযোগীরা সাইবার স্পেস ব্যবহার করে সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চারসহ জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
মাহফুজুল আলম রাসেল বলেন, আরিফুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা উৎখাত করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করে আসছিল।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৬ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১৯ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
২৮ মিনিট আগে