দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্বিতীয় দিনের অভিযানে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পূর্ব সাঁইতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল সোমবার জেলার নবাবগঞ্জে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা বন্ধসহ ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করায় এম এইচ ভাটার মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।’
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, ‘আমরা সোমবার থেকে বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করছি। আজ (মঙ্গলবার) চিরিরবন্দর পূর্ব সাঁইতাড়া একটি ইটভাটাকে কাগজপত্র দেখাতে বললে তারা পরিবেশের কোনো কাগজপত্র দেখাতে না পারায় ৪ লাখ টাকা জরিমানা ও ভাটা গুঁড়িয়ে দেওয়ার সময় অতর্কিতভাবে ভাটার শ্রমিকেরা ঢিল মারতে শুরু করেন।
তিনি আরও বলেন, এ সময় হামলাকারীরা পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করেন। হামলায় পুলিশসহ ৬ জন আহত হন। এর আগে আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দিনাজপুরের চিরিরবন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্বিতীয় দিনের অভিযানে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পূর্ব সাঁইতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল সোমবার জেলার নবাবগঞ্জে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা বন্ধসহ ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করায় এম এইচ ভাটার মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।’
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, ‘আমরা সোমবার থেকে বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করছি। আজ (মঙ্গলবার) চিরিরবন্দর পূর্ব সাঁইতাড়া একটি ইটভাটাকে কাগজপত্র দেখাতে বললে তারা পরিবেশের কোনো কাগজপত্র দেখাতে না পারায় ৪ লাখ টাকা জরিমানা ও ভাটা গুঁড়িয়ে দেওয়ার সময় অতর্কিতভাবে ভাটার শ্রমিকেরা ঢিল মারতে শুরু করেন।
তিনি আরও বলেন, এ সময় হামলাকারীরা পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করেন। হামলায় পুলিশসহ ৬ জন আহত হন। এর আগে আরও দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৮ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে