ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান। এ সময় হনুমানটিকে দেখতে ভিড় করে উৎসুক জনতা। খাবার দিলে সেটি সামনে আসে। আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে। এই সময়ে বানরটি যেন ঈদের খুশি বাড়িয়ে দিয়েছে শিশু-কিশোরদের।
আজ রোববার দুপুর ১২টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কসংলগ্ন ফুলবাড়ী বিজিবি ক্যাম্প এলাকার ছোয়ানী বাজারের একটি টিনের চালায় দেখা যান হনুমানটিকে।
এদিকে হনুমানটিকে দেখে এর পিছু নেয় শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। হনুমান দেখতে বনে অথবা চিড়িয়াখানায় যেতে হয়। সেখানে নিজ এলাকায় দেখা মিলছে তার। আর দুরন্ত শিশু-কিশোরেরা হনুমানটিকে দেখে ঢিল ছুড়ছে। এতে অস্বস্তি আর আতঙ্কিত হয়ে কখনো বাজারের দোকানের ছাদে কখনো বাড়ির টিনের চালায় উঠে পড়ছে হুনুমানটি।
স্থানীয় মেহেরাব, শহিদুল, বাবু জানান, হঠাৎ করেই এক সপ্তাহ থেকে হুনুমানটি এই এলাকায় দেখা যাচ্ছে।
ছোয়ানী গ্রামের মো. শাহদাত হোসেন চৌধুরী লালু বলেন, ‘এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ তাকে বিভিন্ন কাঁচা সবজি, ফলমূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে। খাবার পেলে সে নিচে নেমে আসে। আবার খাবার নিয়ে সে ওপরে চলে যায়। তবে হনুমান একটি নয়, আরও একটি ছোট হনুমানও আছে। হনুমান দুটি দিনের বেলায় লোকালয়ে এলেও রাতের বেলা বাজারসংলগ্ন একটি বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারে অবস্থান নেয়।
ছোয়ানী গ্রামের শিশু মনা, সোহান, রুবেল ও ইফতি জানায়, প্রথমবারের মতো এত কাছ থেকে হনুমান দেখেছে তারা। আগে চিড়িয়াখানায় দেখেছিল, কিন্তু আজ কাছ থেকে দেখল। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না, কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে খাবার নিয়ে ওপরে ঘরের চালে চলে যাচ্ছে।
মধ্যপাড়া বন বিভাগের ফুলবাড়ী বিট কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘মুখপোড়া এই হনুমানটি দলছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার একসময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়। এরা আমাদের বন্যসম্পদ। এদের খাবার দিয়ে সহযোগিতা করা উচিত। অহেতুক ঢিল ছুড়ে এদের বিরক্ত করা ঠিক নয়।’

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় লোকালয়ে ঘুরছে মুখপোড়া হনুমান। এ সময় হনুমানটিকে দেখতে ভিড় করে উৎসুক জনতা। খাবার দিলে সেটি সামনে আসে। আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে। এই সময়ে বানরটি যেন ঈদের খুশি বাড়িয়ে দিয়েছে শিশু-কিশোরদের।
আজ রোববার দুপুর ১২টায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কসংলগ্ন ফুলবাড়ী বিজিবি ক্যাম্প এলাকার ছোয়ানী বাজারের একটি টিনের চালায় দেখা যান হনুমানটিকে।
এদিকে হনুমানটিকে দেখে এর পিছু নেয় শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। হনুমান দেখতে বনে অথবা চিড়িয়াখানায় যেতে হয়। সেখানে নিজ এলাকায় দেখা মিলছে তার। আর দুরন্ত শিশু-কিশোরেরা হনুমানটিকে দেখে ঢিল ছুড়ছে। এতে অস্বস্তি আর আতঙ্কিত হয়ে কখনো বাজারের দোকানের ছাদে কখনো বাড়ির টিনের চালায় উঠে পড়ছে হুনুমানটি।
স্থানীয় মেহেরাব, শহিদুল, বাবু জানান, হঠাৎ করেই এক সপ্তাহ থেকে হুনুমানটি এই এলাকায় দেখা যাচ্ছে।
ছোয়ানী গ্রামের মো. শাহদাত হোসেন চৌধুরী লালু বলেন, ‘এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ তাকে বিভিন্ন কাঁচা সবজি, ফলমূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে। খাবার পেলে সে নিচে নেমে আসে। আবার খাবার নিয়ে সে ওপরে চলে যায়। তবে হনুমান একটি নয়, আরও একটি ছোট হনুমানও আছে। হনুমান দুটি দিনের বেলায় লোকালয়ে এলেও রাতের বেলা বাজারসংলগ্ন একটি বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারে অবস্থান নেয়।
ছোয়ানী গ্রামের শিশু মনা, সোহান, রুবেল ও ইফতি জানায়, প্রথমবারের মতো এত কাছ থেকে হনুমান দেখেছে তারা। আগে চিড়িয়াখানায় দেখেছিল, কিন্তু আজ কাছ থেকে দেখল। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না, কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে খাবার নিয়ে ওপরে ঘরের চালে চলে যাচ্ছে।
মধ্যপাড়া বন বিভাগের ফুলবাড়ী বিট কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘মুখপোড়া এই হনুমানটি দলছুট হয়ে জনপদে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে আসে। আবার একসময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের দলে ঢুকে বনে চলে যায়। এরা আমাদের বন্যসম্পদ। এদের খাবার দিয়ে সহযোগিতা করা উচিত। অহেতুক ঢিল ছুড়ে এদের বিরক্ত করা ঠিক নয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে