সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য শামীম হায়দার বলেন, ‘এই সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে বাড়তে মানুষের নাভিশ্বাস উঠেছে।’
বাজারেরে চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘গত ৬ মাসের ব্যবধানে কেজি প্রতি চিনিতে দাম বেড়েছে ৩০ টাকা, ১৮ টাকা মূল্যের কাপড় কাঁচা সাবান এখন ৩০ টাকা, ৪০ টাকা মূল্যের ৩০০ গ্রাম ওজনের পাউরুটি এখন ৬০ টাকা, ১৩০ টাকা কেজি মূল্যের বয়লার মুরগির দাম বেড়ে এখন ২৬০ টাকায় উঠেছে। আরও দাম বাড়ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। সে কারণে এ মুহূর্তে দেশে জাতীয় পার্টির দরকার।’
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. মতিয়ার রহমান ডাকুয়া।
সম্মেলনে আরও বক্তব্য দেন—সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সারোয়ার হোসেন শাহীন, উপজেলা সহসভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. কওছর আযম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, জেলা জাপা নেতা হাসান কবির তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু, যুবসংহতির সভাপতি মো. সাইদুর রহমান ও ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী শ্রীপুর ইউনিয়নের কমিটির আংশিক নাম ঘোষণা করেন তিনি।
এতে মো. মতিয়ার রহমান ডাকুয়া সভাপতি, মো. আব্দুর রাজ্জাক মিয়া সাধারণ সম্পাদক ও মো. রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আওয়ামী লীগ সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য শামীম হায়দার বলেন, ‘এই সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে বাড়তে মানুষের নাভিশ্বাস উঠেছে।’
বাজারেরে চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘গত ৬ মাসের ব্যবধানে কেজি প্রতি চিনিতে দাম বেড়েছে ৩০ টাকা, ১৮ টাকা মূল্যের কাপড় কাঁচা সাবান এখন ৩০ টাকা, ৪০ টাকা মূল্যের ৩০০ গ্রাম ওজনের পাউরুটি এখন ৬০ টাকা, ১৩০ টাকা কেজি মূল্যের বয়লার মুরগির দাম বেড়ে এখন ২৬০ টাকায় উঠেছে। আরও দাম বাড়ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। সে কারণে এ মুহূর্তে দেশে জাতীয় পার্টির দরকার।’
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. মতিয়ার রহমান ডাকুয়া।
সম্মেলনে আরও বক্তব্য দেন—সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সারোয়ার হোসেন শাহীন, উপজেলা সহসভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. কওছর আযম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, জেলা জাপা নেতা হাসান কবির তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু, যুবসংহতির সভাপতি মো. সাইদুর রহমান ও ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী শ্রীপুর ইউনিয়নের কমিটির আংশিক নাম ঘোষণা করেন তিনি।
এতে মো. মতিয়ার রহমান ডাকুয়া সভাপতি, মো. আব্দুর রাজ্জাক মিয়া সাধারণ সম্পাদক ও মো. রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৩ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে