আওয়ামী লীগ সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য শামীম হায়দার বলেন, ‘এই সরকার মানুষের ব্যয় বাড়াতে পারে কিন্তু আয় বাড়াতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে বাড়তে মানুষের নাভিশ্বাস উঠেছে।’
বাজারেরে চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘গত ৬ মাসের ব্যবধানে কেজি প্রতি চিনিতে দাম বেড়েছে ৩০ টাকা, ১৮ টাকা মূল্যের কাপড় কাঁচা সাবান এখন ৩০ টাকা, ৪০ টাকা মূল্যের ৩০০ গ্রাম ওজনের পাউরুটি এখন ৬০ টাকা, ১৩০ টাকা কেজি মূল্যের বয়লার মুরগির দাম বেড়ে এখন ২৬০ টাকায় উঠেছে। আরও দাম বাড়ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। সে কারণে এ মুহূর্তে দেশে জাতীয় পার্টির দরকার।’
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. মতিয়ার রহমান ডাকুয়া।
সম্মেলনে আরও বক্তব্য দেন—সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সারোয়ার হোসেন শাহীন, উপজেলা সহসভাপতি মো. আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মণ্ডল, যুগ্ম সম্পাদক মো. কওছর আযম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, জেলা জাপা নেতা হাসান কবির তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু, যুবসংহতির সভাপতি মো. সাইদুর রহমান ও ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী শ্রীপুর ইউনিয়নের কমিটির আংশিক নাম ঘোষণা করেন তিনি।
এতে মো. মতিয়ার রহমান ডাকুয়া সভাপতি, মো. আব্দুর রাজ্জাক মিয়া সাধারণ সম্পাদক ও মো. রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে